গোপালগঞ্জে খালেদা পরিবারের নাম মুছে দিয়েছে ছাত্রলীগ


প্রকাশিত: ১২:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৪

বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় কার্যালয়ের দেয়ালে আঁকা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মুছে ফেলা হয়।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে জেলা বিএনপির একাংশের কার্যালয়ে এ হামলা চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দেয়।

জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ জানান, যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে তাদের ছবি ও রাজনীতি গোপালগঞ্জের মাটিতে থাকা উচিত নয়। আর যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা ভালোই করেছে। এ কাজে তাদের সহযোগিতা করা উচিত। আমি শুনেছি ঘটনাটি সাধারণ শিক্ষার্থীরা ঘটিয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম, মুনসুর আলী জানান, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সহঅবস্থানে থেকে রাজনীতি করে আসছি। হঠাৎ আমাদের অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। এটা সুষ্ঠু ধারার কোনো রাজনীতি নয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে। তবে, কেউ থানায় অভিযোগ করেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।