ধর্মীয় অনুভূতিতে আঘাতে শাহরুখ-সালমানের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৮:০৯ এএম, ০৪ জুন ২০১৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অ্যাডভোকেট গৌরব গুলাতির দায়ের করা মামলাটিকে সম্প্রতি আমলে নিয়েছে দিল্লির আদালত।

এরই প্রেক্ষিতে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বন্দনা জেইনের আদালতে শোনানি অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের বাদানুবাদ শোনেন তিনি। শাহরুখ-সালমানের পক্ষ থেকে বলা হয়, তারা একটি অস্থায়ী সেটের মধ্যে শুটিং করছিলেন, যে সেটটিকে মন্দিরের মতো করে সাজানো হয়। তাদের দিক থেকে কারও ধর্মীয় অনুভূতিকে আহত করার কোনও উদ্দেশ্যই ছিল না। উনারা দুজনই দেশের সম্মান্তি মানুষ। দেশ নিয়ে তাদের ভালোবাসা সর্বজনবিদিত। একটি মন্দ উদ্দেশ্য নিয়ে এই দুই তারকাকে হেনস্থা করার জন্যই এ মামলা। দুই খানের উকিলেরা তাদের মক্কেলদের বিনাশর্তে খালাস দাবি করেছেন।

উল্লেখ্য, রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন নাইন-এ এই দুই তারকাকে মন্দিরের মতো একটি স্থানে ঢুকতে দেখা যায়। সে সময় তারা কেউই পা থেকে জুতো খোলেননি। এতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে দাবি করে এই মামলাটি করেন অ্যাডভোকেট গৌরব গুলাতি।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।