হ্যাকিংয়ের শিকার কেটি পেরি


প্রকাশিত: ১২:১১ পিএম, ০২ জুন ২০১৬

তথ্যপ্রযুক্তির উন্নতি যেমন সুফল বয়ে এনেছে মানুষের জীবনে, তেমনি বয়ে এনেছে বেশ বিড়ম্বনাও। আর প্রযুক্তির সেই বিড়ম্বনার শিকার হলেন মার্কিন পপ গায়িকা কেটি পেরি। সম্প্রতি হ্যাকিংয়ের শিকার হয়েছেন এই তারকার প্রায় ৯ কোটি অনুসারী সমৃদ্ধ শখের টুইটার একাউন্টটি।

জানা যায়, গত ৩১ মে মধ্যরাতে হ্যাক করা হয় কেটি পেরির টুইটার একাউন্টটি হ্যাক করার পর থেকেই হ্যাকার তার ফলোয়ারদের উদ্দেশ্যে আজেবাজে এবং অশালীন টুইট করতে শুরু করেন। এছাড়াও কেটির `উইটনেস ১.৩` নামের একটি অপ্রকাশিত গানের ভিডিও প্রকাশ করা হয় তার টুইটার থেকে, যার কারণে ধারণা করা হচ্ছে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে কেটি পেরিকে। প্রায় পাঁচ ঘণ্টা হ্যাকারের নিয়ন্ত্রণে থাকার পর একাউন্টটি উদ্ধার করতে সক্ষম হন এই তারকা।

উল্লেখ্য, তারকাদের জন্য হ্যাকিং বিড়ম্বনা নতুন নয়। এর আগেও জাস্টিন বিবার, ব্রিটনি স্পিয়ার্স ও লিয়া মিশেলের মতো তারকারাও মুখোমুখি হয়েছিলেন এমন তিক্ত অভিজ্ঞতার।

আরএএইচ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।