মা হচ্ছেন কারিনা কাপুর!


প্রকাশিত: ০৮:০০ এএম, ০২ জুন ২০১৬

এই তো বছরখানেক আগেও সন্তান জন্মদানের ব্যাপারে অনাগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু না, কারিনার সে চিন্তায় পরিবর্তন এসেছে। কাপুর আর পতৌদি পরিবার নাকি এখন অধীর অপেক্ষায়! এই বছরের শেষেই নাকি মা হচ্ছেন করিনা কাপুর খান!

এমনটাই দাবি ইন্ডিয়ার একটি সংবাদ মাধ্যমের। সেখানে বলা হয়েছে, স্বামী সাইফ আলী খানের সঙ্গে এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন করিনা। কানাঘুষো, ছুটি নয়, লন্ডনে নাকি বিশ্রাম নিতে গেছেন বেবো বেগম।

সাইফ চান এই ক’মাস শুয়ে-বসেই কাটাক করিনা। দেশে থাকলে এদিক-ওদিক অনুষ্ঠান, পার্টি লেগেই থাকে। তাই বউকে নিয়ে সোজা লন্ডনে পাড়ি দিয়েছেন।

তবে মুখে কিছুই বলতে চাননি নবাব আর তার বেগম। কুলুপ এঁটেছেন দু’জনের পরিবারও। কিন্তু সাইফ-কারিনার ঘনিষ্ঠজনদের মধ্যে কানাঘুষা চলছে কারিনার মা হওয়ার বিষয়টি নিয়ে। খুব শিগগির নাকি এব্যাপারে আরো বিস্তারিত জানা যাবে।  

এনই/এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।