রওনক-নিশার ‘হেতেন ইগিন কিয়া কয়’


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ০২ জুন ২০১৬

জনপ্রিয় অভিনেতা রওনক হাসান এবং অভিনেত্রী মেহরিন ইসলাম নিশা নতুন একটি নাটকে কাজ করছেন। নাম ‘হেতেন ইগিন কিয়া কয়’। শিল্পী সরকার অপুর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন নরেশ ভূঁইয়া। বুধবার পূবাইলে নাটকটির নির্মাণ কাজ শুরু হয়েছে।

নাটক প্রসঙ্গে লাক্স তারকা নিশা জাগো নিউজকে বলেন, নাটকের গল্পটি অনেক মজার। অনেকটা কমেডি ধাঁচের। আর এটি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নির্মিত হচ্ছে। ‘হেতেন ইগিন কিয়া কয়’ মানে হচ্ছে শুদ্ধ বাংলায় ‘এসব কী বলেন’। এছাড়া রওনক ভাইয়ের সঙ্গে এর আগে অনেকগুলো কাজ করেছি। আশা করি বরাবরের মত এবারের নাটকটিও সবার কাছে ভালো লাগবে।    

তবে নাটকের গল্পের সঙ্গে নাম করণের স্বার্থকতা খুঁজতে গেলে অবশ্যই নাটকটি দেখতে হবে জানালেন নিশা।

এ প্রসঙ্গে রওনক বলেন, গল্পটি অনেক মজার। এছাড়া কাজটি করে অনেক ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শকদের কাছেও নাটকটি ভালো লাগবে।

রওনক-নিশা ছাড়াও নাটকে অন্যান্যের মধ্যে আরো অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, মাহাবুবা পারভীন, আমিন আজাদ, নরেশ ভূঁইয়া প্রমুখ। আগামীকাল শুক্রবার নাটকটির শুটিং শেষ হবে।   

নির্মাতা নরেশ ভূঁইয়া জানান, গাজী টিভিতে কয়েকটি অঞ্চলের আঞ্চলিক ভাষায় সাতটি নাটক প্রচারিত হবে। এর মধ্যে রওনক-নিশা কাজ করছেন নোয়াখালীর ভাষায় ‘হেতেন ইগিন কিয়া কয়’। গাজীর টিভির ঈদ অনুষ্ঠান মালায় নাটকটি প্রচারিত হবে বলেও জানান তিনি।

এনই/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।