পড়শী এবার আরজে


প্রকাশিত: ১১:০৮ এএম, ০১ জুন ২০১৬

চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী পেশাদার শিল্পী হলেও তিনি নানামাত্রিক পরিচয়ে পরিচিত। কখনো গায়িকা কখনো গানের মডেল আবার কখনো নৃত্যশিল্পী। এছাড়া পড়শী অভিনয় করেছেন চলচ্চিত্রে।

তবে পড়শী ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, এবার তাকে পাওয়া যাবে কথাবন্ধু (আরজে) হিসেবে। বেসরকারি রেডিও স্টেশন জাগো ৯৪.৪ এফএম এর একটি অনুষ্ঠানে নিয়মিত কথাবন্ধুর আসনে বসবেন পড়শী। অনুষ্ঠানটির নাম ব্রেভার প্রেজেন্টস ‘পড়শী নাইটস অন্যরকম ফিলিংস’। আজ বুধবার বেলা ৩টায় স্টেশন কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন হয়।

porshi

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাগো নিউজকে পড়শী বলেন, খুব ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবো এটা ভেবে। তাছাড়া আমার ভক্তদের সঙ্গে এর মাধ্যমে সরাসরি কথা বলতে পারবো, তাদের পাঠনো ক্ষুদে বার্তার উত্তর দিতে পারবো। এছাড়াও গানের অনুরোধ তো থাকবেই। আশা করছি সবমিলিয়ে চমৎকার একটি অনুষ্ঠান হবে এটি।

তাছাড়া কথাবন্ধুর তকমাটিও পড়শীর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন পড়শী। জানা গেছে, ৫ জুন থেকে প্রতি সপ্তাহের রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাগো এফএম পড়শীর সঞ্চালনায় চলবে অনুষ্ঠানটি।

এনই/এইচএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।