মধ্যবিত্তের গল্পে আরএফএল সোফার বিজ্ঞাপন


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ৩১ মে ২০১৬

শহরের কিংবা মফস্বলের সৌন্দর্য সচেতনরা ঘরটি সাজিয়ে নিতে মোটেও ভুল করেন না। সে সাজের একটি বড় অংশ বসার জায়গার সোফা। আর সাধ্যের মধ্যে মধ্যবিত্তদের সংসারে সোফার প্রয়োজনীতা নিয়ে বিজ্ঞাপন নির্মাতা সানবিম আশরাফ নির্মাণ করেছেন আরএফএল সোফার বিজ্ঞাপন।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে নির্মাতা সানবিম বলেন, ‘আমি চেষ্টা করেছি একটা মধ্যবিত্ত দম্পতির সংসারে ঘর গোছাতে সোফার প্রয়োজনীতা তুলে ধরার। আশা করি বিজ্ঞাপনটি সকলের কাছে ভালো লাগবে এবং দেশ সেরা এই বিপণন পণ্যটির প্রচার আরো বাড়বে।’

বিজ্ঞাপনে দম্পত্তির ভূমিকায় দেখা যাবে খালিদ হাসান রুমি-আইনুন পুতুলকে। এছাড়াও দেখা যাবে শিশুশিল্পী রামিসাকে।

নির্মাতা জানালেন, কালার মাইন্ড প্রডাকশনের ব্যানারে সম্প্রতি বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে। খুব শিগগির এটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।