আবারো রাবিতে প্রদর্শিত হবে ভোলা তো যায় না তারে


প্রকাশিত: ১১:০৫ এএম, ৩০ মে ২০১৬

মৌলিক গল্পের চলচ্চিত্র ‘ভোলা তো যায় না তারে’ গেল ১৮ মার্চ দেশজুড়ে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন তরুণ নির্মাতা রফিক শিকদার। নিরব-তানহা জুটির ছবিটির প্রযোজনায় ছিলো ধলেশ্বরী ফিল্মস।

মুক্তির পর মন্দার বাজারেও বেশ আলোচনায় আসে ‘ভোলা তো যায়না তারে’ ছবিটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় ছবিটি এবার প্রদর্শিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে ছবির পরিচালক রফিক শিকদার জাগো নিউজকে বলেন, ‘ভোলা তো যায়না তারে’ ছবিটি এর আগেও রাবিতে দেখানো হয়েছে। শিক্ষার্থীদের আগ্রহে আবারো এর প্রদর্শনী করতে যাচ্ছি। আগামীকাল ৩১ মে এবং ১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রদর্শিত হবে ছবিটি। পরপর দুটি শো অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে ১২টা এবং বিকাল ৪টায়।’
 
ছবি প্রদর্শন প্রসঙ্গে নির্মাতা আরো বলেন, ‘আগামীতে আমরা ছবিটি ঢাবি, জবি, জাবি, খুবি, চবি, শাবিপ্রবি ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়সহ আরো কিছু বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের ব্যবস্থা করবো। ইচ্ছে আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথেও ছবিটি প্রদর্শনের। এ ব্যাপারে প্রাথমিক আলাপ শেষ হয়েছে।’

এর আগে চলতি মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে ২, ৩, এবং ৪ তারিখ ভোলা তো যায় না তারে ছবিটি প্রদর্শিত হয়। এরপর ৫, ৬ এবং ৭ তারিখ পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে ছবিটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
 
ছবিটিতে নিরব-তানহা ছাড়া আরও অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ। এর বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন আরফিন রুমি, বেলাল খান, ইমরান, লিজা প্রমুখ।

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।