বর্ণবাদ ও শ্রমিকদের নায্য পাওনার ‘জন হেনরী’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৫

মহান মে দিবস সারা বিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার করবে বেশ কিছু বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে একটি নাটক। এর নাম ‘জন হেনরী’।

শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন তিনি।

বর্ণবাদ ও শ্রমিকদের নায্য পাওনার প্রেক্ষাপটে ‘জন হেনরী’ নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বিটিভির স্টুডিওতে।

একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে নাটকটিতে। গল্পে আরও দেখা যাবে জন হেনরী ও মেরী ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড় ভাঙা শ্রমিকের জীবন সংগ্রাম।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনাসহ থিয়েটার অঙ্গনের শিল্পীরা।

গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে ১ মে, বৃহস্পতিবার রাত ৯টায় বিটিভিতে।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।