দুই নায়িকা নিয়ে ইউরোপের জন্য বিজ্ঞাপন বানাবেন ইকবাল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

প্রথমবারের মতো বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। ফ্রান্সের প্রবাসী ব্যবসায়ী শাহ আলমের ‘শাহ’ ব্যান্ডের বাসমতি চালের দুটি বিজ্ঞাপন নির্মাণ করবেন তিনি। খুব শিগগিরই বিজ্ঞাপন দুটির নির্মাণ কাজ শুরু হবে। বর্তমানে চলছে লোকেশন দেখার কাজ।

দুই বিজ্ঞাপনে চলচ্চিত্রের দুই পরিচিত নায়িকাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন ইকবাল।

এই নির্মাতা বলেন, ‘দেশের বাইরে ইউরোপে আমার নির্মিত বিজ্ঞাপন দুটি প্রচার হবে। আমাদের বাংলাদেশের একজন ব্যবসায়ী শাহ আলম ভাই সম্মানের সঙ্গে ফ্রান্সে ব্যবসা করছেন। ইউরোপে তার কোম্পানির পণ্য সুনামের সঙ্গে চলছে। এটা আমাদের জন্য গর্বের। বিজ্ঞাপন দুটিতে দর্শকরা ভিন্নতা পাবে।’

‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ ৯টি চলচ্চিত্র প্রযোজনার পর ইকবাল নাম লেখান পরিচালনায়। এরই মধ্যে ‘কিলহিম’,‘ডেডবডি’, ‘রিভেঞ্জ’ নামের সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি।

শিগগিরই নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন মো. ইকবাল।

এমআই/এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।