গান-কবিতায় ‘জেগে উঠো বিবেক’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১১ এপ্রিল ২০২৫

দশটি গান ও দশটি কবিতা, নিয়ে ‘জেগে উঠো বিবেক’ প্রকাশ পেয়েছে। এগুলো লিখেছেন রাসেল শাহরিয়ার। সুরের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন গায়ক নিলম সেন। সংগীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন।

সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় সম্প্রতি বর্ণিল আয়োজনের মধ্যমে এর প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। এ সময় রাসেল শাহরিয়ার বলেন, ‘আমাদের দেশের সমাজের একদম নিচু থেকে উপর পর্যন্ত একটি শ্রেণির মানুষ দায়িত্ব ভীষণভাবে অবহেলা বা অপরাধ করে চলেছেন। সেটা হতে পারে জেনে-বুঝে কিংবা কাউকে অনুসরণ করে। প্রত্যেকটা মানুষ তো নিজের বিবেকের কাছে বিচারক। সেই বিচারক যদি দুষ্ট বা অসৎ হয় তাহলে তার প্রতিফলন সমাজের সব জায়গায় পড়ে। সেই বিবেককে জাগ্রত করতে হলে তার অস্তিত্ব অনুধাবন সবচেয়ে বেশি প্রয়োজন। সেই চিন্তা থেকে গান-কবিতাগুলো রচনা করা।

বিজ্ঞাপন

গান-কবিতায় ‘জেগে উঠো বিবেক’

তিনি আরও বলেন, ‘প্রথমে আমার কথাগুলো কবিতার মাধ্যমে সবার কাছে পৌঁছাতে চেয়েছিলাম। পরে সেটার সঙ্গে গান যোগ করা। এরপর নিলম সেনের সঙ্গে কথা বললেন তিনি এই কাজটি করতে আগ্রহী হন। প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রকাশ পেল। আশা করি এটি যারা শুনবেন তাদের সবারই ভালো লাগবে। দশটি সেগমেন্টের মধ্যে একটিও যদি মানুষের বিবেককে নাড়া দেয় তাহলেই আমরা সার্থক।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গায়ক নিলম সেন বলেন, ‘রাসেল শাহরিয়ার ভাইয়ের সঙ্গে “জেগে উঠো বিবেক” নিয়ে কয়েকবার বসেছিলাম। এটা নির্মাণ করতে দীর্ঘদিন আমরা বিভিন্ন জায়গায় ছুটেছি। অবশেষে কাজটি শেষ করতে পেরে ভালো লাগছে। আশাকরি দর্শক-শ্রোতাদেরও এটি ভালো লাগবে।’‘জেগে উঠো বিবেক’ উন্মুক্ত হয়েছে কুইন্স ইভেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।