শাকিবের সিনেমাটি সরিয়ে ফেলছে মধুমতি

টিকিট বিক্রি হচ্ছে না, তাই শাকিব খানের সিনেমা সরিয়ে ফেলতে হচ্ছে। প্রদর্শনীর জন্য আসছে সিয়ামের সিনেমা। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভৈরব উপজেলায় অবস্থিত মধুমতি সিনেমা হলে। জানা গেছে, যে টাকায় শাকিব খানের সিনেমা আনা হয়েছিল, সেই টাকা তুলতে পারেনি হল কর্তৃপক্ষ।
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তরাত্মা’ চালানো হয়েছিল মধুমতি সিনেমা হলে। আগামীকাল শুক্রবার থেকে ওই হলে চলবে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’। কিশোরগঞ্জ জেলার ভৈরবের ওই সিনেমা হল কর্তৃপক্ষ জাগো নিউজকে এ ঘটনা নিশ্চিত করেছে।
ঈদে ‘অন্তরাত্মা’ চালানোর পর থেকেই দর্শক খরায় ভুগছিল হলটি। গত সোমবার থেকে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে ওঠেন হল মালিক। মধুমতি হলের ব্যবস্থাপক মো.বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, ‘ঈদে শাকিব খানের “অন্তরাত্মা” সিনেমাটি নিয়ে এসেছিলাম। কিন্তু সিনেমাটি সাড়া পায়নি। আমাদের লস হয়েছে। তিন লাখ টাকা দিয়ে ছবি আনা হয়েছিল, আজ বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৭০-৮০ হাজার টাকা বিক্রি হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে নতুন সিনেমা “জংলি” চলবে।’
২০২১ সালের মার্চ মাসে শেষ হয় শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। সে বছর ঈদুর ফিতরে ছবিটি মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে নানান কারণে ছবিটি আর মুক্তি পায়নি। অবশেষে চার বছর পর ২০২৫ সালে এসে ছবিটি মুক্তি দেওয়া হল। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। কেবল ভৈরবের মধুমতিই নয়, দর্শক টানতে ব্যর্থ হওয়ায় রাজধানীর স্টার সিনেপ্লেক্স থেকেও চার দিনের মাথায় ‘অন্তরাত্মা’ নামিয়ে ফেলা হয়েছিল।
এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ‘অন্তরাত্মা’ ছাড়াও মুক্তি পায় শাকিব খান অভিনীত আরেক সিনেমা ‘বরবাদ’। এ ছবি নিয়ে দর্শকদের ভেতরে উৎসাহ লক্ষ্য করা গেছে। চাহিদার কারণে অধিকাংশ হল মালিক নতুন রেন্টাল ফি দিয়ে প্রদর্শনীর সময় বাড়িয়ে নিচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে এ মাসে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে ‘বরবাদ’ মুক্তি পেতে পারে।
এমআই/আরএমডি/জেআইএম