দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কেমন আছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১০ এপ্রিল ২০২৫
আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ। ছবি: সংগৃহীত

আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী পরিচালক-লেখক তাহিরা কাশ্যপ। দ্বিতীয়বার ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এখন কেমন আছেন আয়ুষ্মান খুরানার স্ত্রী- তা জানার জন্য অনুরাগীরা অস্থির হয়ে আছেন।

সোশ্যাল মিডিয়ায় তাহিরা ভক্তরের জন্য নিজের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট দিয়েছেন। বর্তমানে তার ক্যানসারের চিকিৎসা চলছে। নিতে হচ্ছে থেরাপিও ৷ ৯ এপ্রিল ইন্সটাগ্রামে নিজের একটা ছবি শেয়ার করেন তাহিরাভ যেখানে একটি সূর্যমুখী ফুলের সঙ্গে হাসি মুখে পোজ দেন আয়ুষ্মানের স্ত্রী। এরপর তিনি ধন্যবাদ জানান, কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন।

বিজ্ঞাপন

তাহিরা লেখেন, ‘তোমাদের সবার প্রার্থনা ও ভালোবাসা সঙ্গে করে নিয়ে চলেছি। তারা সত্যিই ম্যাজিক্যাল। অসংখ্য ধন্যবাদ। হাসপাতাল থেকে বাড়ি ফিরছি। আমি জানি এমন অনেকে আছেন যাদের আমি চিনি না। কিন্তু তারাও আমার জন্য প্রার্থনা করেছেন। যাদের আমি চিনি এবং যাদের চিনি না, সেই প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। যখন কোনো সম্পর্কের ওপরে উঠে গিয়ে কোনো সম্পর্ক তৈরি হয় তখন তাকে বলে মানবিকতা। আধ্যাত্মিকতার থেকেই উপরে যার অবস্থান।’

৭ এপ্রিল সোশ্যাল হ্যান্ডেলে তাহিরা জানান, দ্বিতীয়বার তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ৮ বছর পর ব্রেস্ট ক্যানসার আবারও ফিরে এসেছে। তখন তিনি জানান, ‘প্রতিনিয়ত চেকআপের পরেও আবার আমি ক্যানসারে আক্রান্ত হয়েছি। তাই প্রত্যেতকে অনুরোধ করব, ম্যামোগ্রামসটা অবশ্যই করবেন।’ তার এই পোস্ট সামনে আসার পর উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা। সবাই তাহিরার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।