দেশের বাইরে ‘মাস্তুল’র প্রথম প্রদর্শন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৩ এপ্রিল ২০২৫

বিশ্বের অন্যতম চলচ্চিত্র আসর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে ‘মাস্তুল’সিনেমাটি। উৎসবটির আসন্ন ৪৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘আম কাঁঠালের ছুটি’ বানিয়ে প্রশংসা পাওয়া নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের এ সিনেমা। সম্প্রতি দেশে মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি।

বুধবার (২ এপ্রিল) বিকেলে মূল প্রতিযোগিতা বিভাগসহ উৎসবের বিভিন্ন বিভাগের সিনেমা নিয়ে বিস্তারিত ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। পরে অফিসিয়াল ওয়েব সাইটেও উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। বিশ্বের অন্যতম এ উৎসবে ‘মাস্তুল’ মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা নূরুজ্জামান। দেশে প্রদর্শনের  আগেই বিদেশের মাটিতে সিনেমাটি প্রথম দেখানো হচ্ছে।

বিজ্ঞাপন

আনন্দ প্রকাশ করে নূরুজ্জামান বলেন, ‘মস্কোতে ”মাস্তুল” মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইল যোগে নিশ্চিত করেছেন। আজকে যেহেতু সংবাদ সম্মেলন করে মূল প্রতিযোগিতাসহ সব বিভাগের মনোনীত সিনেমার নাম ঘোষণা করল উৎসব কর্তৃপক্ষ, তাই সবার সাথে “মাস্তুল”র এই আনন্দ সংবাদটি ভাগাভাগি করতে ভালো লাগছে।’

দেশের বাইরে ‘মাস্তুল’র প্রথম প্রদর্শন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বছর মস্কোতে চলচ্চিত্রের আসর বসতে যাচ্ছে ১৭ এপ্রিল থেকে। ৮ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে ২৪ এপ্রিল। উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’ ছাড়াও থাকছে রাশিয়া, কোরিয়া, স্পেন আর্জেন্টিনা ও জার্মান, তুরস্কসহ বিভিন্ন দেশের মোট ১১টি সিনেমা।

‘মাস্তুল’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, জুলফিকার চঞ্চল, শিকদার মুকিত এবং শিশুশিল্পীর আরিফ। গল্পে দেখা যাবে, জাহাজে বাবুর্চির কাজ করেন বৃদ্ধ মকবুল চরিত্রের ফজলুর রহমান বাবু। এক বন্দরে তার সঙ্গে পরিচয় হয় আশ্রয়হীন শিশু নূরার। দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্য। মকবুল নূরাকে তার সহকারী হিসেবে জাহাজে তোলেন। এ নিয়ে খালাসিদের সঙ্গে মকবুলের দ্বন্দ্ব তৈরি হয়। নারায়ণগঞ্জের বন্দর থেকে শীতলক্ষ্যা, মেঘনা রুটে চলন্ত জলযানে ‘মাস্তুল’ সিনেমার শুটিং হয়েছে।

এর আগে ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’, ৪৫তম আসরে নূরুল আলম আতিক পরিলিত ‘পেয়ারার সুবাস’ এবং ৪৬তম আসরে আসিফ ইসলামের ‘নির্বাণ’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়। তারও আগে ফারুকীর ‘ডুব’ ও ‘শনিবার বিকেল’ এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায় চ্যাটার্জির ‘মায়ার জঞ্জাল’ উল্লেখযোগ্য। এরমধ্যে ‘আদিম’ চলচ্চিত্রটি দুটি বিভাগে এবং ‘নির্বাণ’ একটি বিভাগে অর্জন করে পুরস্কার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।