ঈদে হৃদয়ের ‘উড়ো মেঘ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২৮ মার্চ ২০২৫
বারী দেওয়ান হৃদয়

ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে বারী দেওয়ান হৃদয়ের ‘উড়ো মেঘ’ শিরোনামের একটি প্রেমের গান। হৃদয় নিজেই এর সুর ও সংগীত আয়োজন করেছেন। গানটির কথা লিখেছেন কাজরী তিথি জামান ও জয়।

‘উড়ো মেঘ’ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাহারিয়ার দিবস। এর ভিডিও সম্পাদনা করেছেন শাহারিয়ার দিবস ও মারজুক।

বিজ্ঞাপন

গানটি সম্পর্কে শিল্পী হৃদয় বলেন, ‘সম্পূর্ণ পিয়ানো নির্ভর এ গানটির মিউজিক ভিডিও অত্যন্ত যত্ন সহকারে নির্মাণ করা হয়েছে। বনানীর স্প্রেসো লাউঞ্জ-এ গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। ইস্টার্ন ও ওয়েস্টার্ন মিউজিকের সমন্বয়ে আধুনিক ঘরানার এ গানটিতে অসাধারণ এক সুরের মূর্ছনা পাওয়া যাবে। বিশ্ব সংগীতের নিত্যনতুন উন্মাদনায় বাংলা গানকে বিশ্বমানের ধাঁচে উপস্থাপন করতে আমার এ গানটি একটি পরীক্ষামূলক প্রয়াস। বিশ্বসংগীতের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের বাংলা গানের আধুনিকায়ন আবশ্যক। আশা করি আমার “উড়ো মেঘ” গানটি সংগীত পিপাসুদের ভালো লাগবে।’

আরও পড়ুন:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বারী দেওয়ান হৃদয় একাধারে সংগীতশিল্পী, পিয়ানো শিল্পী এবং তরুণ সংগীত পরিচালক। তার গানের সঙ্গে সখ্য শৈশব থেকে হলেও সংগীত শিক্ষার নেশায় এরই মধ্যে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন মিউজিক নিয়ে উচ্চতর শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে হৃদয়ের নিজের করা সুর ও সংগীত আয়োজনে জি সিরিজ থেকে শ্রাবণ নামে একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। কাজরী তিথি জামানের লেখায় শ্রাবণ গানটিও ব্যাপক দর্শক ও শ্রোতাপ্রিয় হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বারী দেওয়ান হৃদয়ের ‘উড়ো মেঘ’ গানটি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাওয়া যাবে।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।