বিচ্ছেদে মরে না প্রেম, শাকিবের জন্মদিনে বোঝালেন অপু বিশ্বাস

বিবাহ বিচ্ছেদ হলেই প্রেম মরে না। শাকিবের জন্মদিনে আবারও সেকথা বোঝালেন অপু বিশ্বাস। জন্মদিনে সন্তানের বাবাকে ভালোবাসা সহযোগে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।
ঢালিউড তারকা শাকিব খানের জন্মদিন আজ (২৮ মার্চ)। বিশেষ এ দিনে সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন এই অপু বিশ্বাস। সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান।
শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী ও মা গৃহিণী। অভিনেতার এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান। তবে দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে জায়গা করে নিতে শুরু করেন ২০০৭ সাল থেকে।
অপু বিশ্বাস ও শাকিব খান ছিল দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একসময়কার কাঙ্ক্ষিত জুটি। দর্শকদের মনের খোরাক জুগিয়ে তারা দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা। একত্রে অভিনয় তাদেরকে কাছাকাছি নিয়ে আসে। অভিনয় থেকে বাস্তব জীবনেও পরস্পরকে বাঁধেন তারা। অভিনয়জীবনে সাফল্য ধরা দিলেও ব্যক্তিজীবনে সেটা হয়নি শাকিব খানের। শুরুতে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও পরে শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি তার।
ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতের টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে জানের জান, অনন্ত ভালোবাসা, ঠেকাও মাস্তান, স্বপ্নের বাসর, মুখোশধারী, ও প্রিয়া তুমি কোথায়, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, বস্তির রানী সুরিয়া, খুনি শিকদার, আমার স্বপ্ন তুমি, সিটি টেরর, সুভা, বাঁধা, পিতার আসন, ডাক্তার বাড়ি, আমার প্রাণের স্বামী, তুই যদি আমার হইতি রে, ১ টাকার বউ, প্রিয়া আমার প্রিয়া, মাই নেম ইজ সুলতান, ডেয়ারিং লাভার, দুই পৃথিবী।
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা, ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’।
এমআই/আরএমডি