কাজী হায়াতের গাড়ি আটকানোর ঘটনায় তীব্র নিন্দা জানালেন ডিপজল

ঈদে মুক্তি অপেক্ষায় থাকা শাকিব খানের ‘রবাদ’ সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শন নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। খ্যাতিমান নির্মাতা ও সেন্সর বোর্ড সদস্য কাজী হায়াত এ সিনেমার প্রদর্শন দেখতে মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন। তিনি সিনেমা দেখে বের হওয়ার সময় তার গাড়ি আটকে রাখেন শাকিব খানের অনুরাগীরা। এ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।
এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে ডিপজল লিখেছেন, ‘আমার সিনেমা জগতে আসার পেছনে যিনি পথপ্রদর্শক, যিনি এক অর্থে আমার সিনেমার জন্মদাতা—তিনি কিংবদন্তি পরিচালক কাজী হায়াত। তিনি শুধু একজন সফল নির্মাতাই নন, আমার জন্য পিতৃতুল্য একজন মানুষ, যার হাত ধরে আমি নতুনভাবে পথচলা শুরু করি। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা চিরকাল থাকবে। কিন্তু দুঃখজনকভাবে, এমন একজন গুণী ও বর্ষীয়ান ব্যক্তিত্বের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়।’
নিজের স্পষ্ট অবস্থানের কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমার কাছে এটি ইচ্ছাকৃত বলেই মনে হয়েছে—একজন সম্মানিত ব্যক্তিকে ছোট করার ব্যর্থ প্রচেষ্টা। অথচ ইতিহাস সাক্ষী, সূর্যের আলো ঢেকে রাখা যায় না, কিংবদন্তির সম্মান কেড়ে নেওয়া যায় না। আমরা সম্মানের সঙ্গে পথ চলতে শিখেছি, সম্মান দিতে জানি। তাই এমন অন্যায় আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমি, মনোয়ার হোসেন ডিপজল, এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’
- আরও পড়ুন
- কাজী হায়াতের গাড়ি আটকে রাখায় প্রতিবাদ জানালেন দুই নায়ক
- সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ
কাজী হায়াত ‘বরবাদ’ সিনেমার প্রদর্শন দেখতে মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন। তিনি সিনেমা দেখে বের হওয়ার সময় তার গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা। এ সময় কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু সঙ্গে সঙ্গে শাকিব অনুরাগীরা, ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ স্লোগান দিতে শুরু করেন।
এমআই/এমএমএফ/জিকেএস