গানে গানে আর্নিকের আহবান ‘চল করি না টিকটক’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৭ মার্চ ২০২৫
আর্নিক

বেশ মজার একটি গান। শিরোনাম ‘চল করি না টিকটক’। এতে কণ্ঠ দিয়ে দীর্ঘদিন পর গানে ফিরলেন শিল্পী আর্নিক। আদিব কবিরের সুরে, কাশতান হাবিবের কথায়, ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হচ্ছে গানটি। এতে আরও আছেন এ সময়ের আলোচিত র্যাপার রিজান।

গানটি প্রকাশিত হচ্ছে মিউজিক ভিডিওসহ। টিকটকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে পপ ধাঁচের এ গানটির চিত্রায়নে মডেল হয়েছেন বর্তমানে টিকটকের সুপারস্টার আনফি সিনহা। ভিডিওটি নির্মাণ করেছেন সোহেল রাজ। এ গানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জুয়েল মোর্শেদ। গানটি নিয়ে শিল্পীরা সবাই বেশ আশাবাদী।

বিজ্ঞাপন

গানে গানে আর্নিকের আহবান ‘চল করি না টিকটক’

২৮ মার্চ গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। সেই সাথে টিকটক, স্পটিফাই, ইউটিউব মিউজিক, এ্যাপেল মিউজিকসহ আরও ১৫০ টিরও বেশি অনলাইন স্ট্রিমিং সাইটে পাওয়া যাবে গানটি। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মানুষ গানটি উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমান সময়ে পৃথিবীব্যাপী টিকটক জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। সেই ভাবনা থেকেই শ্রোতাদের জন্য গানটি তৈরি করা বলে জানান শিল্পী আর্নিক।

এলআইএ/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।