প্রসঙ্গ শাকিবের ‘বরবাদ’
কাজী হায়াতের গাড়ি আটকে রাখায় প্রতিবাদ জানালেন দুই নায়ক

খ্যাতিমান নির্মাতা ও সেন্সর বোর্ড সদস্য কাজী হায়াত ‘বরবাদ’ সিনেমার প্রদর্শন দেখতে মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন। তিনি সিনেমা দেখে বের হওয়ার সময় তার গাড়ি আটকে রাখেন শাকিব খানের অনুরাগীরা। এ সময় কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু সঙ্গে সঙ্গে শাকিব অনুরাগীরা, ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ স্লোগান দিতে শুরু করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ ও ওমর সানী।
এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। এ প্রসঙ্গে তিনি ফেসবুক লাইভে আসেন। তিনি বলেন, কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যেটা করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন।’
মারুফ তার লাইভে কাজী হায়াতের সিনেমায় ব্যবহার করা অশ্লীল বাক্য ও গালি নিয়ে সমালোচনার জবাবও দেন। তিনি বলেন, ‘কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ছিল। “ধর” সিনেমার কথা বলবেন? যদি আপনার এ সিনেমা বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনারা নীতিমান হবেন, দেশকে নিয়ে ভাববেন। যেন এই সিনেমার মান্নার ক্যারেক্টারের মতো আর কেউ তৈরি না হয়।’
অন্যদিকে নায়ক ওমর সানী কাজী হায়াতের গাড়ি সেন্সর বোর্ডের গেটে আটকে রাখা প্রসঙ্গে তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘কাজী হায়াত কিংবদন্তির নাম যদিও তার সাথে আমার কোন ছবি নেই, কিন্তু ওনাকে শ্রদ্ধা করি ওনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে এটা খুবই দুঃখজনক, আমার কাছে মনে হয়েছে ইন টেনশনালি করা, যাই হোক আমরা সম্মানের সাথে থাকি। জোর শব্দটা কারো একার না।’
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নির্দেশে পুলিশের একটি দৃশ্য, মাদক সেবনের দৃশ্য, অ্যাকশন দৃশ্যসহ বেশ কিছু দৃশ্য কেটে ফেলা হয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা থেকে। এই নির্দেশনা মেনে অবশেষে মিললো মুক্তির অনুমতি। গত মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টায় সিনেমাটি দেখছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা।
তাদের নির্দেশনা মেনে ছবিতে সংশোধনী আনা হয়েছে সেটা দেখতে পেয়ে ‘বরবাদ’কে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই ছাড়পত্র মিলতে পারে সিনেমাটির, জানিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয়।
গত মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটির সর্বমোট ১০ মিনিট ছাঁটাই করা হয়েছে। পরিচালক-প্রযোজকের ভাষ্য, এই ১০ মিনিট ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মুক্তির স্বার্থে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আদেশ মানতেই হয়েছে তাদের। তবে ছবিটি ‘ইউ গ্রেড’ ক্যাটাগরিতে ছাড়পত্র পাচ্ছে এবং পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ঈদে মুক্তি দেয়া যাবে এতেই আনন্দিত তারা এবং ছবির পুরো টিম।
এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন বলেন, ‘বরবাদ’ সংশোধিত হয়েই মুক্তির অনুমতি পাচ্ছে। আজ বোর্ডের সদস্যরা ছবিটির সংশোধিত অংশ দেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে ছবিটিকে ইউ গ্রেডে সনদপত্র দেওয়া হচ্ছে।’
- আরও পড়ুন
- সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ
- বরবাদের ‘আনকাট সেন্সর’ চেয়ে রাজপথে শাকিব ভক্তরা
ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। বেশ আগে থেকেই চলছিল প্রচার। এরই মধ্যে অবমুক্ত হয়েছে ছবির পোস্টার, টিজার ও গান। সেগুলোই জমিয়ে রেখেছে ঈদের সিনেমার বাজার। মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিটি প্রযোজনা করেছে শাহরিন আক্তার সুমি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, ইধিকা, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, মিশা সওদাগর প্রমুখ।
এমআই/এমএমএফ/জিকেএস