ঈদে অতনু-পরানের ‘সুখের অসুখ’

‘সুখ সুখ সুখ চাই/ হাসিখুশি মুখ চাই/ সুন্দর হাসিখুশি মুখ/ উড়ছে লাগাম ছাড়া/ ইচ্ছে পাগল ঘোড়া/ কারো সুখে কারো যে অসুখ' -এরকম কথায় সাজানো একটি গানে কণ্ঠ দিয়েছেন কবি-সংগীতশিল্পী অতনু তিয়াস ও সংগীতশিল্পী ইদ্রিস আনোয়ার পরান। গানটির শিরোনাম ‘সুখের অসুখ’।
আগামীকাল যৌথভাবে Atanu Tias এবং Poran Anwar এই দুটি ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে। গানের কথা ও সুর অতনু তিয়াসের। সংগীতায়োজন করেছেন তাসনুভ নাওয়াল রহমান।
গানটি প্রসঙ্গে অতনু তিয়াস বলেন, ‘সামাজিক অবক্ষয়, বৈশ্বিক অস্থিরতা, আশা-নিরাশা, স্বার্থপরতা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এ গানের বিষয়। সময় নিয়ে যত্ন করে গানটি তৈরির চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলে তবেই এ প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি।’
পরান বলেন, ‘অনেকদিন আগেই গানটা গাওয়া হয়েছিল, বিভিন্ন জটিলতার কারণে এতদিন মুক্তি দেওয়া হয়ে ওঠেনি। গানটি প্রকাশ পেলে নিজেদের কিছুটা ভারমুক্ত মনে হবে।’
প্রসঙ্গত, এর আগেও অতনু ও পরান একাধিক গান করেছেন জুটি বেঁধে। এবারের ঈদকে সামনে রেখেই ‘সুখের অসুখ’ নিয়ে এলেন এই দুই শিল্পী।
এলআইএ/জিকেএস