নিজের সিনেমার গান গাইলেন আফরান নিশো

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮ এএম, ২৭ মার্চ ২০২৫

বহুমুখী প্রতিভার অধিকারী আফরান নিশো। অভিনয়ে তার মুন্সিয়ানা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভালো কবিতাও লেখেন তিনি। এবার আত্মপ্রকাশ করলেন গায়ক হিসেবে। নিজের অভিনীত ঈদের সিনেমা ‌‘দাগি’র জন্য গান গেয়েছেন তিনি। খবরটি তার ভক্ত অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন নিশো। গানটি গতকাল ২৬ মার্চ চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

বিজ্ঞাপন

নিশো আগে গান করলেও সিনেমার জন্য এই প্রথম গাইলেন। ‘দাগি’ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল যখন গানটির ডেমো ভার্সন শুনিয়ে প্রশ্ন করেন, কেমন লাগছে তখন নিশো সেটিকে 'ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল' বলেছিলেন। এরপর প্রযোজক তাকে গানটিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন এবং নিশো রাজি হন।

নিশো আশাবাদী যে শ্রোতা-দর্শকরা গানটি শুনে মুগ্ধ হবেন। ঈদ বিনোদনের নতুনত্ব পাবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘দাগি’ সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে আফরান নিশো একজন দাগি আসামির চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন তমা মির্জা। গেল বছরের সুপারহিট ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আবারও জুটি হয়ে ফিরছেন তারা। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।