টেলিভিশনে স্বাধীনতা দিবস

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২৫

আজ মহান স্বাধীনতা দিবস। যথাযথ মর্যাদায় সারাদেশে দিনটি পালিত হচ্ছে। এই দিনটিকে ঘিরে প্রতিবারই টিভি চ্যানেলগুলোতে থাকে নানাে আয়োজন। এবারও বেশ কিছু চ্যানেল তাদের সূচিতে রেখেছে বিশেষ টেলিফিল্ম, নাটক ও বিভিন্ন অনুষ্ঠানের।

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আইতে দেখা যাবে বিশেষ টেলিফিল্ম ‘জমশের আলীর এপিটাফ’। আজ বুধবার দুপুর ১টা ৫ মিনিট এবং রাত ৭টা ৫০ মিনিটে দুই খণ্ডে প্রচার হবে টেলিফিল্মটি। হারুন রশীদের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। এতে অভিনয় করেছেন প্রাণ রায়, সুষমা সরকার, মো. বারী, ম, আ. সালাম, জুলফিকার চঞ্চল, গোলাম মাহমুদসহ অনেকে।

বিজ্ঞাপন

রাত ১০টায় বৈশাখীর পর্দায় দেখা যাবে নাটক ‘বীরাঙ্গনা’। টিপু আলম মিলনের গল্পে ও আনন জামানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনা ময়ূরজানের গল্প নিয়ে তৈরি হয়েছে এই নাটক। এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামাণিকসহ আরও অনেকে।

বিটিভিতে রাত ৯টায় প্রচার হবে তথ্যচিত্র ‘ফিরে আসে বারবার’। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় তথ্যচিত্রের গল্পে দেখা যাবে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত থেকে শুরু হয়ে চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই তথ্যচিত্রটিতে অভিনয় করেছেন সুমনা সোমা, গোলাম কিবরিয়া, দিলরুবা দোয়েল, রকি খান, জাফরিন ফেরদৌসী, গোলাম রাব্বানী মিন্টু, হায়াতুজ্জামান খান, ম আ সালাম ও মোয়াজ্জেম হোসেন।

এলআইএ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।