ঈদে ‘ব্যাচেলর প্রো ম্যাক্স’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০ পিএম, ২৩ মার্চ ২০২৫

ঢাকা শহরে ধারন ক্ষমতার বাইরে কোটি মানুষের বসবাস। অট্টালিকা থেকে মেস, বস্তিতে গাদাগাদি করে বেঁচে থাকা! একজন ক্ষুদ্র মেস ব্যবসায়ী তোতলা কামাল। তার মেসেই এসে উঠতে থাকে বিভিন্ন জেলা থেকে আসা নানা পেশার মানুষ। তাদের চিটারি, বাটপারি, সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, পাওয়া-না পাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর প্রো ম্যাক্স’।

নাটকটিতে মেস ম্যানেজার হিসেবে অভিনয় করছেন এএসএম সুমন সরকার, বাড়িওয়ালা হিসেবে অভিনয় করেছেন, মাহবুব দাদা ভাই, বিশেষ চরিত্রে দেখা যাবে সীমান্তকে। অন্যান্য চরিত্রের অভিনয় করেছেন তানিশা শিলা, জান্নাত, মুন্না অনিক, রিমন সোহেল, খোন্দকার বিপ্লব, পাখি, সানজানা, জ্যোতি ইসলাম, আসিফ, কোয়েল শিলা পাল, মিজান, ইমরান নায়ক, সোহেল আহমেদ, আনোয়ার, শিশু শিল্পি হিসেবে মাষ্টার তিমন, মালিহা মিম, কিশোর ডি কস্তা, লিটন মামা, অনিক, মিজানুর রহমান জাহাঙ্গীরসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

নাটকটি পরিচালনা করেছেন এইচ এম পিয়াল। ধারাবাহিক নাটকটি প্রসঙ্গে পিয়াল বলেন, ‘গল্পকে বাস্তবিক রাখার জন্য আমরা অতিরিক্ত মেকাপ কিংবা প্রপস ব্যবহার করছি না নাটকটিতে। সম্পূর্ণ বিনোদনে ভরপুর ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের মনের খোড়াক জোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

ঈদ উপলক্ষে ধারাবাহিকটি দেখা যাবে ঢাকা মডেল এজেন্সি ড্রামা চ্যানেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।