বিধ্বস্ত বত্রিশে ন্যান্সি, ক্যাপশনে কীসের বার্তা

ধানমন্ডি ৩২ নম্বরে বিধ্বস্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে কণ্ঠশিল্পী ন্যান্সি! সোনালি রোদ এসে পড়েছে তার চুলে। ধ্বংস করার পর পোড়োবাড়িটির সামনে হাসিমুখে দাঁড়িয়ে ছবি তুলেছেন এই শিল্পী। ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন একটি পরিচিত গানের পঙক্তি! সেখানে কীসের বার্তা দিলেন এই শিল্পী?
রাজধানীর ধানমন্ডি ৩২ (পুরাতন) নম্বর সড়কের ১০ নম্বর বাড়িটি বঙ্গবন্ধু ভবন নামে পরিচিত। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী ও তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা। সেখান থেকে অন্তর্বর্তী সরকার ও বিপ্লবীদের উদ্দেশে উস্কানিমূলক নানান বার্তা দিতে থাকেন তিনি। তাতে ক্ষুব্ধ হয়ে গত ৬ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। জাদুঘরে রূপান্তর করা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। ভাঙার প্রায় এক মাস পর সেখানে গিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
গতকাল (২০ মার্চ) বুধবার দিবাগত রাতে ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে ন্যান্সি লিখেছেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ”। গীতিকার মনিরুজ্জামান মনিরের লেখা ও সুরস্রষ্টা আলাউদ্দিন আলীর সুরে গানটি গেয়েছিলেন প্রয়াত কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতউল্লাহ। হঠাৎ কেন এই গানটিকেই সামনে নিয়ে এলেন ন্যান্সি? গানের ওই দুই চরণের সঙ্গে তিনি আরও জুড়েছেন, ‘পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।’
ওই ছবির পর আরও একটি পোস্ট দেন ন্যান্সি। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।’ এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এই গায়িকা বলেছেন, ‘এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।’
আদতে ন্যান্সি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে গত ১৬ বছর নানাভাবে বঞ্চিত ছিলেন তিনি। অনেক অনুষ্ঠানে তাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি। রাজনৈতিকভাবে হয়রানির শিকারও হয়েছেন বলে বিভিন্ন সময় জানিয়েছিলেন তিনি। আগেও বেশ কয়েকবার আওয়ামী লীগের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বিভিন্ন বক্তব্যে বিগত সরকারের দুঃশাসনের কথাও বলেছেন। ধানমন্ডি বত্রিশের বাড়ির সামনে ছবি প্রকাশ করে এতদিনের নিষ্পেষণ থেকে মুক্ত হওয়ার আনন্দের বার্তাই যেন দিয়েছেন ন্যান্সি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কয়েকটি টিভি চ্যানেলে গান করবেন ন্যান্সি। সেই সঙ্গে সংগীতবিষয়ক অনুষ্ঠানেও অংশ নেবেন। এরই মধ্যে সেসব অনুষ্ঠানের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।
এমএমএফ/আরএমডি/এএসএম