ভালোবাসার গানটি নিয়ে যে কারণে উচ্ছ্বসিত সিয়াম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২১ মার্চ ২০২৫
চরিত্রের বেশে সিয়াম আহমেদ

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জংলি’ প্রস্তুত। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিয়াম-বুবলী অভিনীত ছবিটি। নানান চরাই-উৎরাই পেরিয়ে অবশেষে শুরু হয়েছে ছবির প্রচারণা। সেখানে ছবি সম্পর্কে নানান রকম তথ্য জানাচ্ছেন কুশীলবরা। এরই মধ্যে বেরিয়েছে ছবির প্রথম গান ‘বন্ধুগো শোনো’। ভালোবাসার এ গান নিয়ে বেশ উচ্ছ্বসিত ছবির প্রধান চরিত্রের অভিনেতা সিয়াম আহমেদ। কিন্তু কেন?

ফেসবুকে সে প্রসঙ্গে সিয়াম আজ লিখেছেন, ‘আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড। আবার “জংলি” সিনেমায় কাজ করা বেশিরভাগ মানুষই নাইন্টিজ কিড। নাইন্টিজের ওই সময়টা আমরা চাইলেও ভুলতে পারি না। সে সময়ের সিনেমা, সে সময়ের গান, সে সময়ের সরলতা, সবকিছু এখনও খুব আপন লাগে। সে সময়কে যিনি ধারণ করেন, সে সময়কে যিনি রিপ্রেজেন্ট করেন, সেই প্রিন্স মাহমুদকে যখন আমরা আমাদের সিনেমার গানের জন্য পাই, তখন আমরাই তাকে আবদার করি, নাইন্টিজের মতো সহজিয়া কথা ও সরল সুরের একটা ভালোবাসার গান আমরা করতে চাই। সেখান থেকেই প্রিন্স ভাই আমাদের উপহার দিলেন ‘বন্ধুগো শোনো’ গানটি।’

বিজ্ঞাপন

ভালোবাসার গানটি নিয়ে যে কারণে উচ্ছ্বসিত সিয়াম

উচ্ছ্বসিত সিয়াম গানটি প্রসঙ্গে আরও লিখেছেন, ‘এই গানটি আমার খুব কাছের। সহজ কথা ও সহজ সুরের এই গানটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলেই আমার বিশ্বাস। প্রিন্স মাহমুদের কথা ও সুরে, ইমরান ও কনার কণ্ঠে ভালোবাসার গান ‘বন্ধুগো শোনো’ আপনাদের জন্য ‘জংলি’ টিমের উপহার।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভালোবাসার গানটি নিয়ে যে কারণে উচ্ছ্বসিত সিয়াম

‘এ আমার কী হলো / পাগল পাগল লাগে / হাওয়া এসে জানিয়ে দিল, এমন তো হয়নি আগে’ কথার গানটি আজ অবমুক্ত হবে ইউটিউবে। ‘বন্ধুগো শোনো’ গানের কারিগর সুরস্রস্টা প্রিন্স মাহমুদ ‘জংলি’ সিনেমার জন্য বেশ কয়েকটি গান করেছেন। সে প্রসঙ্গে তিনি ফেসবুকে লিখেছেন, ‘একটা গান করেছি। বাবা আর বাচ্চার গান। শিরোনাম “মায়াপাখি”, রাহিমের “জংলি” ছবির জন্য। মাহতিম শাকিব গেয়েছে। আব্বা সবসময়য় যা বলতেন, যে দোয়া করতেন, সেই কথাগুলি গানে এনেছি। আব্বা বলতেন, আমার বাচ্চাদের উপর ফুলের টোকাও লাগতে দেবো না, এ লাইনটাও। গানটা হয়তো ভালো লাগতে পারে। প্রত্যেকটা বাবা-মা তার বাচ্চাকে বুকে চেপে ধরে যেন গাইতে পারে, এভাবেই করেছি। সহজ কথা সুর, কমার্শিয়াল কিছু না। পুরনো দিনের গানের মতো। হয়তো কিছুই না, কিন্তু এ সহজ সুরটার জন্যই মায়া জন্মে গেছে।’

প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে ‘জংলি’ সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। সিয়াম ও বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান। ছবিটি প্রতিদ্বন্দ্বিতা করবে শাকিব খানের ‘বরবাদ’ ও আফরান নিশোর ‘দাগি’সহ আরও কয়েকটি সিনেমার সঙ্গে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।