আহত ভাগ্যশ্রীর কপালে ১৩ সেলাই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৩ মার্চ ২০২৫
ভাগ্যশ্রী

গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। তার কপালের ক্ষতস্থানে ১৩টি সেলাই পড়েছে। ভয়ানক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এখন কেমন আছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির এই নায়িকা?

হাসপাতাল থেকেই সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ভাগ্যশ্রী। সেসব ছবিতে দেখা গেছে ভ্রুর কাছে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তার। কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে ছবিও তুলেছেন তিনি। সেটা দেখে ধারণা করা যায়, সুস্থ হয়ে উঠেছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে পিকল-বল খেলতে গিয়েই আঘাত পেয়েছেন ভাগ্যশ্রী। অনেকে অভিনেত্রীকে সমবেদনা জানালেও, বেশিরভাগ মানুষ তার সমালোচনা করছেন। তাদের বক্তব্য হচ্ছে, সব জায়গায় রিল তৈরি করা, ছবি তোলা কি খুব প্রয়োজন? অন্য এক ব্যক্তি মন্তব্য করেছেন, এখন সব ব্যক্তিগত মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করা ফ্যাশনে পরিণত হয়েছে। হাসপাতালে গিয়েছে সেখান থেকেও ছবি!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয় করার পর দর্শকদের নজর কেড়েছিলেন ভাগ্যশ্রী। পরে প্রযোজক-পরিচালকদের অগুনতি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ওই সিনেমার পর কেটে গেছে ৩৭ বছর। আজও দর্শকদের স্মৃতিতে রয়ে গেছেন এই অভিনেত্রী। বয়স ৫৬ বছর হলেও দরুণ ফিট তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।