বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবরে যা বললেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০১ মার্চ ২০২৫
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

টালিউডের খ্যাতিমান প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অসুস্থ। সকাল থেকে এমন সংবাদ ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের মন খারাপের কথা জানাচ্ছেন। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অভিনেতা বিশ্বজিৎ মুম্বাইয়ে থাকেন। ৮৮ বছর বয়সী এ অভিনেতা পর্দায় সক্রিয় না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবার অসুস্থতার খবরে অনুরাগীরা জানতে চাইছেন কী হয়েছে এ অভিনেতার? এখন কেমন আছেন তিনি? অনেকেই বিভিন্ন মাধ্যমে বর্ষীয়ান অভিনেতার খোঁজ-নেওয়ার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

বাবা বিশ্বজিতের অসুস্থতার বিষয়টি নজরে আসতেই প্রসেনজিৎ পরিষ্কার করার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন। সবাইকে আশ্বস্ত করে তিনি এতে লেখেন, ‘একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে। বর্তমানে মুম্বাইয়ের বাড়িতে আমার বাবা সুস্থ আছেন এবং ভালো আছেন- সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে’।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

প্রসেনজিতের এ পোস্ট দেখে অনুরাগীরা স্বস্তি পেয়েছেন। অতীতে বলিউড এবং টালিউডে দাপিয়ে কাজ করা অভিনেতা আপাতত ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন। বিশ্বজিৎ যেন ভালো থাকেন, সেই প্রার্থনাই করেছেন তারা।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।