নায়াগ্রায় মুগ্ধ মৌসুমী-ওমর সানী


প্রকাশিত: ১০:২৪ এএম, ২২ মে ২০১৬

কানাডার টরেন্টোতে বসছে দুই দিনব্যাপী ‘রূপায়ণ বাংলাদেশ ফেস্টিভাল-২০১৬’। এতে যোগ দিতে গেল বৃহস্পতিবার সকালে ঢাকা ছেড়েছেন তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী।

উৎসব উপলক্ষে কানাডায় গিয়ে বেশ মুডে রয়েছেন দুই তারকা। দুজনে ঘুরে বেড়াচ্ছেন কানাডার সৌন্দর্য সন্ধানে। রোববার একফাঁকে তারা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত নায়াগ্রায় হাজির হয়েছিলেন। নায়াগ্রার জলরাশিতে তারা মুগ্ধ হয়ে মেতে উঠেছিলেন সেলফি আর দুষ্টুমিতে। দুই তারকার অন্তরঙ্গ-রঙিন সেইসব মুহূর্ত তারা শেয়ার করেছেন ফেসবুকে।

রোববার দুপুরে অভিনেত্রী মৌসুমী তার অফিসিয়াল ফেসবুক পেইজে ওমর সানীর সঙ্গে তোলা একটি সেলফি প্রকাশ করে তাতে লিখেন, ‘উইথ মাই রিয়েল লাইফ হিরো। ভালোবাসার সাথে, ভালোবাসার মুহূর্তে।’

ফেসবুকে মৌসুমী জানালেন, টরেন্টো থেকে আগামী ২৪ মে যুক্তরাষ্ট্রে যাবেন তারা। সেখানে ছেলে ফারদিনের সঙ্গে কিছুদিন কাটিয়ে চলতি মাসের শেষে ঢাকায় ফিরবেন।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।