এমডি হলেন স্বৈরাচারের দোসর, এফডিসিতে চলছে প্রতিবাদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানিকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ বাতিলের দাবিতে কদিন ধরেই উত্তাল এফডিসি প্রাঙ্গন।

আজ (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এফডিসির গেটের সামনে অবস্থান প্রতিবাদ শুরু করছে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।’ এতে প্রযোজক, পরিচালক, শিল্পী-কুশলীরা অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ' স্বৈরাচারের দোসরকে এফডিসির এমডি হিসেবে বসানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য না। তাকে না সরানো পর্যন্ত সিনেমা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে।'

নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ‘মাসুমা রহমান তানি ফ্যাসিস্ট ও আওয়ামী দোসর। এই সময়ে তাকে এমডি করা হয়েছে শুনে আমরা বিস্মিত হয়েছি। এফডিসির ক্ষতি হতে হতে আজ প্রতিষ্ঠানটি মাটির সঙ্গে মিশে গেছে। এতে প্রাণসঞ্চার করতে হলে একজন যোগ্য লোককে এর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে। তাই আমরা সবাই এক হয়েছি, এক দাবিতে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুন চলচ্চিত্র পরিচালক মাসুমা রহমান তানি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় হয়। সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হয়েছেন মাসুমা রহমান তানি।

এমআই/এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।