‘আমার পাশে কি কেউ নেই?’, কী হয়েছে দিতিকন্যা লামিয়ার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, তার পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে।

কোনোরকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেছিল।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে লামিয়া জানিয়েছেন, ‘জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় এসেছেন তিনি।’

লামিয়া তার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে জানিয়েছেন, ‘আমার পাশে কি কেউ নেই?’ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর তিরি আরও একটি পোস্ট দিয়েছেন, ‘সাংবাদিকদের অনুরোধ করছি, আপনারা আমার কাছে আসুন আমি এখন একা।’

তবে কারা কিংবা কিভাবে এই হামলা করেছে তা বিস্তারিত এখনো জানা যায়নি।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।