উৎসব করতে চায় নাট্য পর্ষদ, উপদেষ্টার বিবৃতিতে পাল্টা বিবৃতি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

পুনরায় উৎসব উদযাপনের জন্য বাংলাদেশ মহিলা সমিতিতে উৎসব করতে চায় ঢাকা মহানগর নাট্য পর্ষদ। এ জন্য সংস্কৃতি উপদেষ্টার হস্তক্ষেপে মিলনায়তন পুনরায় বরাদ্দ ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে নাট্য উৎসব পর্ষদ।

উপদেষ্টা বিবৃতির পাল্টা বিবৃতিতে তারা লিখেছে, ‘উৎসব বন্ধ হয়ে যাওয়া নিয়ে মাননীয় উপদেষ্টা ভুল বলেছেন তা বলবো না। তবে আমরা মনে করি প্রকৃত তথ্য মাননীয় উপদেষ্টাকে দেওয়া হয়নি।’

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে তারা জানিয়েছেন, ঢাকা মহানগর নাট্য পর্ষদ-এর উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪টি নাটক নিয়ে মহিলা সমিতি মিলনায়তনে প্রথম পর্যায়ে “ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫” আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। হল বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্বিতীয় পর্যায়ের নাট্য উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রথম পর্যায়ের এই উৎসব আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু হল বরাদ্দ না পাওয়ায় আমরা মহিলা সমিতি মিলনায়তনে আয়েজনের সিদ্ধান্ত নিই। ঢাকার ৮৫টি নাট্যদলের পক্ষ থেকে হল বরাদ্দের জন্যে আবেদন করার পরও কেন উৎসবের জন্যে হল বরাদ্দ দেওয়া হয়নি তা আমাদের জানা নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা মহানগর নাট্য পর্ষদ সদস্য সচিব কামাল আহমেদ সাক্ষরিত ওই বিবৃতিতে আরও লেখা হয়েছে, যেভাবেই হোক মাননীয় উপদেষ্টা জানতে পেরেছেন যে, পুলিশ উৎসব বন্ধ করেনি বরং আয়োজকরাই স্থগিত করেছে। প্রকৃত ঘটনা যা আমাদের সাথে ঘটেছে বা দেখেছি তা হলো, ১৪ ফেব্রুয়ারি দুপুর ১টার সময় বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঢাকা মহানগর নাট্য পর্ষদের একজন সদস্য আকতারুজামানকে জানান যে, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে সন্ধ্যায় রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক সাহেবের সাথে তার অফিসে সাক্ষাৎ করে উৎসবের বিস্তারিত তথ্য অবহিত করি। যদিও এ ধরণের আয়োজনের জন্য পুলিশ বা সরকারের কোন অনুমতির প্রয়োজন হয় না। আলোচনার পর ওসি সাহেব সার্বিক নিরাপত্তার বিষয়ে আমাদের আশ্বস্থ করেন এবং উৎসবের প্রথম দিনে থিয়েটারের নাটক “পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকটি বাদ দিতে বলেন। এরপর আমরা নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়ে চলে আসছিলাম। ঠিক তখন ৫-৬ জনের একটি দল থানার মধ্যে ঢুকে, একরকম হুমকির স্বরে গালাগালসহ মহিলা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা ফারুক সাহেবকে উৎসব বন্ধ করার জন্য চাপ দেয়। এমন পরিস্থিতিতে মহিলা সমিতির কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার কথা ভেবে রাতেই মৌখিকভাবে আমাদের হল বরাদ্দ বাতিল করে।

যারা থানায় এসে উৎসব বন্ধ করার জন্য ফারুক সাহেবকে চাপ দেয়, তাদের পরিচয় আমরা জানতে পারিনি। কারণ তাদের সাথে আমাদের সরাসরি কোনো কথা হয়নি। মাননীয় উপদেষ্টা যেহেতেু দ্রুত অনুসন্ধান করে জানতে পেরেছেন যে, নাট্যকর্মীদের একাংশ এই উৎসবের বিরোধীতা করে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্যে বেশ কিছুদিন ধরে দাবী জানিয়ে আসছে, সেহেতু মাননীয় উপদেষ্টা নিশ্চয়ই সেই সব দল ও ব্যক্তিদের নামও জেনেছেন। তাই দয়া করে থিয়েটারের সার্থে মাননীয় উপদেষ্টা যদি তাদের নাম প্রকাশ করেন, তাহলে আমরা তাদের সাথে বসে আলোচনা করতে পারতাম।

মাননীয় উপদেষ্টার কাছ থেকে এই তথ্যটি পেয়ে আমরা অবাক হয়েছি। বিশ্বাস করতে পারছি না যে, একজন প্রকৃত থিয়েটারকর্মী কি আসলেই একটা নাট্যোৎসব বন্ধ করার জন্যে এমন জঘন্য কাজ করতে পারে? মাননীয় উপদেষ্টাকে আরো জানাতে চাই, যেসব নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করার কথা, সেই নাটকগুলি অতীতে মহিলা সমিতির মঞ্চে অভিনীত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন মঞ্চে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর নাট্যোৎসব শুরু হওয়ার কথা ছিল। উৎসব স্থগিতের কারণ হিসেবে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাতে আয়োজকদের পক্ষ থেকে ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান জানান, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। পরে সেটি স্থগিত হয়ে যায়।

এ প্রসঙ্গে পরে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘নাট্যকর্মীদের মধ্যেই একটা অংশ এই উৎসবের বিরোধিতা করে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্য জোর দাবি জানিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। বিক্ষুব্ধ নাট্যকর্মীদের দাবি, এই উৎসবের আড়ালে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় বিবৃতি দিয়ে উস্কানি দেওয়া কিছু ব্যক্তি বা তাদের গোত্রীয় কিছু মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা দাবি জানায় জুলাইয়ে তাদের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি হওয়ার আগে কোনো পূনর্বাসন চলবে না। অবশেষে কালকে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।