সত্যিই কি ডিগবাজি দিতে পারা মেয়ে বিয়ে করবেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের মিডিয়ায় আলোচিত-সমালোচিত নাম জায়েদ খান। একের পর এক অদ্ভুত কর্মকাণ্ডের জন্য প্রায়ই ভাইরাল হন তিনি। তবে বিভিন্ন স্টেজ পারফরমেন্সে ডিগবাজি দিয়ে হাস্যরসের জন্ম দিয়েছেন তিনি। যে কোনো অনুষ্ঠানে এখন তার কাছে ডিগবাজির অনুরোধ করে বসেন অনুরাগীরা।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ফটোকার্ড। সেখানে বর সাজে জায়েদ খানের ছবিতে লেখা দেখা গেছে ‘যে আমার মতো ডিগবাজি দিতে পারবে, আমি তাকেই বিয়ে করবো।’ সারা রাত ওই ফটোকার্ড নিয়ে হাসিঠাট্টার পর ঘুম ভাঙে জায়েদ খানের। সকালে ঘুম থেকে উঠেই ওই কার্ড শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ‘আমি কিন্তু এ রকম কিছু বলিনি।’

বিজ্ঞাপন

জায়েদ খানকে প্রথম ডিগবাজি দিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের একটি কনসার্টে। একটি গণমাধ্যমে তিনি বলেছিলেন, ‘আমেরিকায় শুরু করেছিলাম। একটি গানে নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। মিউজিকের তাল ভুলে গেলে সেটা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। মূলত চুরি করার জন্য দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। দেখি, সেটা হিট হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় চলছে এখনও। এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই, সবাই এটাই চায়, আমিও দিই।’

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেশ কয়েক মাস হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন এই অভিনেতা। সেখানে নিয়মিত স্টেজ শো করছেন তিনি। দেশের গণ্ডি পেড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা ধরে রেখেছেন এ অভিনেতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘একতারা বসন্ত উৎসব’-এ পারফর্ম করেছেন তিনি।

jagonews24

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার কারণ কী? তিনি কি হলিউডে কাজ খুঁজছেন? এমন প্রশ্নে জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, ‘মিথ্যা বলে লাভ নেই। পুরো ক্যালিফোর্নিয়া, যেখানে হলিউডের শুটিং হয়, সেইখানে দাউদাউ আগুনের দাবানলে সমস্ত আর্টিস্টদের বাড়ি পুড়ে গেছে। তারা এখন খারাপ সময় পার করছে। এখন তাদের এইগুলো মাথায় নাই আর আমারও ট্রাই করার সুযোগ নাই।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।