জীবনের লেখা ‘আদুরে দিন’ গান নিয়ে আসছেন ফাহিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

প্রতি বছরই ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হন জনপ্রিয় গীতিকবি রবিউল ইসলাম জীবন। এবারেও বেশ কিছু গান প্রকাশ পাবে তার। এরমধ্যে একটি গান গেয়েছেন ফাহিম ইসলাম। এ গানের শিরোনাম ‘আদুরে দিন’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনহাজ জুয়েল। মিক্স-মাস্টারিং করেছেন আদিব কবির।

জীবন জানান, রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশন ও ইনডোরে শুটিং করে গানটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন নয়ন সানি ও ফারিয়া। ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

‘তোর সাথে যাবো বলে, আজ দেখা পাবো বলে, যতো ইচ্ছে খুশি সাজিয়েছি/তুই এসে ছুঁয়ে দিলে, সব ব্যথা ধুঁয়ে দিলে, দূরে ভেসে যেতে রাজি আছি/ তুই আমার বৃষ্টি রোদে, আদুরে এক দিন/ কাছে এলে ভালো থাকে, এই মন গহীন’- এমন কথায় সাজানো গানটি নিয়ে আশাবাদী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। তিনি বলেন, ‘দুটি মানুষের-হৃদয়ের লেনদেনের গল্প ফুটে উঠবে গানটিতে। থাকবে মিষ্টি অনুভূতি। দর্শক-শ্রোতারা পছন্দ করলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আগামী ১৪ ফেব্রুয়ারি ‘আদুরে দিন’ গানটি প্রকাশ হবে বলে নিশ্চিত করেছেন জীবন।

এমআই/এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।