ভরপুর অ্যাকশনে মন ভরাবেন জ্যাকি চ্যান
![ভরপুর অ্যাকশনে মন ভরাবেন জ্যাকি চ্যান](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/jacki-20250128112531.jpg)
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। সর্বশেষ তিনি যুক্ত হয়েছেন অ্যাকশন ঘরানার ‘দ্য শ্যাডো’স এজ’ ছবিতে। এরইমধ্যে ছবিটির মূল দৃশ্যগুলোর শুটিং শেষ হয়েছে। চীনের পরিচালক ল্যারি ইয়াং ছবিটি পরিচালনা করছেন। গেল বছরের অক্টোবর থেকে ম্যাকাওতে শুটিং শুরু হয়েছিল।
‘‘দ্য শ্যাডো’স এজ’ জ্যাকি চ্যান এবং ল্যারি ইয়াং জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা ‘রাইড ওয়ান’ সিনেমাতে একসাথে কাজ করেছিলেন। সেই ছবিটি ৩০টিরও বেশি দেশে মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছিল। ছবিটি ২০২২ সাল থেকে জাপানে সর্বোচ্চ আয় করা চীনা সিনেমা হিসেবে পরিচিতি। ২০২৩ সালে এটি মালয়েশিয়ায় শীর্ষ তিনটি সর্বোচ্চ আয় করা চীনা সিনেমার মধ্যে ছিল।
এবার তারা নতুন সাফল্যের হাতছানি দিচ্ছেন নতুন প্রকল্পে। প্রকাশ হয়েছে সেই ছবিটির ফার্স্ট লুক। সেটি নজর কেড়েছে চ্যানের ভক্তদের।
জানা গেছে, ‘দ্য শ্যাডো’স এজ’ ছবিতে জ্যাকি চ্যান ম্যাকাও পুলিশ সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত সুরক্ষা বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করবেন। তিনি এক শীর্ষস্থানীয় ডিটেকটিভ দলের সঙ্গে যোগ দেন। তাদের উদ্দেশ্য একটি চতুর চোর দলের বিরুদ্ধে লড়াই করা। এ ছবিতে দেখা যাবে অভিনব সব আইডিয়ায় গোয়েন্দাগিরি। থাকবে অ্যাকশনের ছড়াছড়ি।
এই ছবিতে আরও অভিনয় করছেন ঝাং জিফেং, সি শা এবং সেভেনটিন গ্রুপের চাইনিজ সদস্য ওয়েন জুনহুই। এছাড়াও জ্যাকি চ্যান তার দীর্ঘদিনের সহকর্মী টনি লিউং কা ফাইয়ের সাথে প্রায় দুই দশক পর পুনরায় কাজ করছেন এই ছবির হাত ধরে।
অ্যাকশন আর কমেডিতে ভরপুর সিনেমাটি দর্শককে বিনোদিত করবে, এই পত্যাশায় উচ্ছ্বসিত জ্যাকি চ্যান। ছবিটি চলতি বছরেই বিশ্বজুড়ে মুক্তি পাবে।
এলএ/জেআইএম