দাবানলের কারণে আবার পেছালো অস্কার মনোনয়ন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫

লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানলের কারণে অস্কার মনোনয়নের তারিখ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার। পাশাপাশি ভোটগ্রহণের সময়সীমাও ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

দাবানল লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ২৭,০০০ একর এলাকা পুড়ে গেছে। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন অনেকে। হলিউডের অনেক তারকারাও রয়েছেন ক্ষতিগ্রস্তদের তালিকায়।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে হলিউডসংশ্লিষ্ট অনেক অনুষ্ঠানই স্থগিত করা হয়েছে। অ্যাকাডেমি মিউজিয়াম, বিভিন্ন স্ক্রিনিং এবং বার্ষিক অস্কার ‘বেক-অফ’ সহ বিভিন্ন কার্যক্রমও ব্যাহত হয়েছে। লস অ্যাঞ্জেলেস সাউন্ড ব্রাঞ্চ বেক-অফ ও শর্টলিস্ট স্ক্রিনিংয়ের মতো কিছু আঞ্চলিক ইভেন্ট বাতিল করা হয়েছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় পেছানো হলো অস্কার কার্যক্রমও।

অ্যাকাডেমি সিইও বিল ক্রেমার এবং সভাপতি জ্যানেট ইয়াং একটি বিবৃতি দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা বলেন, ‌‘দাবানলের প্রভাবে আমাদের কমিউনিটি ও স্থানীয় চলচ্চিত্র শিল্পে যে ক্ষতি হয়েছে তা মেনে নেওয়া খুবই কঠিন। তাই ভোটের সময়সীমা বাড়ানো এবং মনোনয়ন ঘোষণার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে অস্কারের ৯৭তম আসর এখনো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৩ মার্চ ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আইটিভি১ এবং আইটিভিএক্স-এ সরাসরি সম্প্রচার করা হবে। তবে অনুষ্ঠানের সঠিক সময় পরে জানানো হবে।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।