নতুন সুপারহিরোর সিনেমায় ভিলেন ‘অ্যাকোয়াম্যান’ তারকা
হলিউড অভিনেতা জেসন মোমোয়া তার ক্যারিয়ারে অনেক সিনেমা দিয়েই দর্শকের মন জয় করেছেন। তবে অ্যাকোয়াম্যান চরিত্রে তার অভিনয় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। জলের সুপারহিরো চরিত্রটি দিয়ে নিজের খ্যাতিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পেরেছেন তিনি।
এই অভিনেতা আবারও ফিরছেন নতুন চরিত্রে। ডিসি ইউনিভার্সে একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এবার তাতে দেখা যাবে খলনায়ক লোবোর চরিত্রে। আসন্ন ‘সুপারগার্ল: উইমেন অব টুমরো’ ছবিতে তাকে এই চরিত্রে পাবেন দর্শক।
এটি জেমস গান এবং পিটার সাফ্রানের রিবুট করা ডিসি ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে নির্মিত হচ্ছে। ‘সুপারম্যান : লিগেসি’র পর এটি দ্বিতীয় ছবি হিসেবে মুক্তি পাবে।
মোমোয়া ৩০ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তার নতুন চরিত্রের ঘোষণা দেন। তিনি লোবো চরিত্রের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেন। মোমোয়া বলেন, লোবো তার প্রিয় কমিক চরিত্র এবং এই চরিত্রটি তার জন্য একেবারে পারফেক্ট ফিট।
লোবো রজার স্লাইফার এবং কিথ গিফেনের দ্বারা সৃষ্টি চরিত্র। একটি এলিয়েন মার্সেনারি এবং বাউন্টি হান্টার হিসেবে পরিচিত সে। সে সাজারনিয়া নামক একটি গ্রহের বাসিন্দা এবং তার সহিংস ও অমর্যাদাপূর্ণ চরিত্রের জন্য পরিচিত। লোবোর আছে অতিমানবিক শক্তি, পুনর্জন্ম ক্ষমতা এবং অবিনশ্বরতা, যা তাকে ডিসি ইউনিভার্সের অন্যতম ভীতিকর চরিত্রে পরিণত করেছে।
‘সুপারগার্ল: উইমেন অব টুমরো’ ছবিতে মিলি অ্যালকক সুপারগার্ল চরিত্রে অভিনয় করবেন। এই ছবির কাহিনি অনুসরণ করবে কারা জর-এল-এর প্রতিশোধের যাত্রা। সেখানে সে গ্রহ ধ্বংসকারী এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। ছবিটি পরিচালনা করবেন ক্রেইগ গিলেসপি। এতে মথিয়াস শোনারটসকে দেখা যাবে প্রধান খলনায়ক ক্রেম চরিত্রে, আর ইভ রিডলি অভিনয় করবেন রুথি ম্যারি নল চরিত্রে।
ছবির শুটিং শুরু হবে আগামী মাসে। এটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৬ জুন।
এলআইএ/এমএস