সুপারহিট ‘সোনিক দ্য হেজহগ ৩’ আসছে স্টার সিনেপ্লেক্সে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

অভিভাবকের তত্ত্বাবধানে দেখা হয় যেসব ছবি সেগুলোকে বলে প্যারেন্টাল গাইডেন্স বা পিজি মুভি। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই তালিকার ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ ছবিটি সেরা ওপেনিংয়ের শীর্ষে রয়েছে। এরপরেই ‘সোনিক দ্য হেজহগ ৩’ ছবির স্থান। এটি ওপেনিংয়ে ৬২ মিলিয়ন ডলার আয় করেছে বলে দাবি করেছে হলিউড রিপোর্টার। সেই ছবিটি এবার মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

সেগার জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’। এটি সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি এবং ‘সোনিক দ্য হেজহগ ২’-এর সিক্যুয়েল। প্রথম সিনেমার সফলতার পর সিক্যুয়েল হিসেবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সোনিকের চরিত্রায়ন প্রশংসিত হয়। প্রথম দু’টি ছবির সাফল্যের পথ ধরে এবার আসছে তৃতীয় ছবি।

এবারের ছবিটিও পরিচালনা করেছেন আগের দু’টি ছবির পরিচালক জেফ ফাউলার। সোনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের কণ্ঠে কলিন ও’শফনেসি এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি।

jagonews24

পূর্ববর্তী দুই ছবির সাফল্যের পথ ধরে এই ছবিটিও আশা জাগিয়েছে দর্শকদের মাঝে। সম্প্রতি আন্তর্জাতিকভাবে মুক্তিপ্রাপ্ত ছবিটি ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।

আগের সিনেমার ইঙ্গিত অনুসারে সোনিক, টেইলস, এবং নকলস এবার নতুন এক শত্রুর বিরুদ্ধে লড়বে, যেখানে শ্যাডো দ্য হেজহগ নামের এক শক্তিশালী চরিত্রের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। শ্যাডোর পরিচয় এবং তার উদ্দেশ্য সিনেমার মূল আকর্ষণ হতে পারে। শ্যাডো চরিত্রটি সোনিকের পুরোপুরি বিপরীত। যেখানে সোনিক পরিবার ও বন্ধুত্ব পেয়েছে, শ্যাডো পেয়েছে কেবল দুঃখ ও ক্ষতি।

ট্রেলারে শ্যাডো এবং সোনিকের মুখোমুখি হওয়ার দৃশ্য, নাকলসের অ্যাকশন এবং চমৎকার অ্যানিমেশন প্রদর্শিত হয়েছে।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।