দুই কন্যাসহ তারকার মৃত্যু, বিচ্ছেদ-বিতর্কে যেমন ছিল হলিউড

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

বিদায় নেয়ার পথে ২০২৪। নতুন বছর দোয়ারে কড়া নাড়ছে। এই সময়ে অনেকেই বিদায়ী বছরের হিসেবে নিকেশ নিয়ে বসেছেন। একটা ভালো বছর আসবে সেই প্রত্যাশা করছেন। চলতি বছরটা হলিউডে ছিল নানা ঘটনা ও অঘটনায় ভরপুর। উল্লেখযোগ্য সেসব ঘটনায় চোখ রাখা যাক-

দুই কন্যাসহ ক্রিশ্চিয়ান অলিভারের মৃত্যু

হলিউডে বছরটা শুরু হয়েছিল শোকের চাদরে ঢাকা পড়ে। 'স্পিড রেসার' ও 'ভালকিরি' সিনেমার অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ৫ জানুয়ারি ক্যারিবিয়ান সাগরে বিমান দুর্ঘটনায় নিহত হন। তার সঙ্গে মারা যায় তার দুই কন্যা ১০ বছরের মাদিতা ও ১২ বছরের আনিক। বিমান চালকেরও মৃত্যু হয় এই দুর্ঘটনায়। বছরের শুরুতেই এমন একটি ঘটনা হলিউডে শোকের মিছিল নামিয়েছিল।

চান্স পারডোমো

মাত্র ২৭ বছর বয়সে প্রাণ হারান ‘চিলিং অ্যাডভেঞ্চার্স অফ সাব্রিনা’ খ্যাত অভিনেতা চান্স পারডোমো। চলতি বছরের ৩০ মার্চ বাইক দুর্ঘটনায় নিহত হন তিনি। আইনজীবী হওয়ার ইচ্ছে ছিল চান্সের। অভিনয়ের প্রতিও অনুরাগ ছিল। সময়ের সঙ্গে অনুরাগ ভালোবাসায় পরিণত হয়। অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু কাজে যুক্ত হয়েছিলেন এই তরুণ অভিনেতা। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ছিল হলিউড।

অস্কারে বিতর্ক

১২ মার্চ অনুষ্ঠিত হয় অস্কার প্রদান অনুষ্ঠান। এবারের অস্কার বেশ কিছু কারণে বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় আসে। সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন নিয়ে বিতর্ক হয়। বিশেষ করে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ এবং গ্রেটা গারউইগের ‘বার্বি’ নিয়ে ভক্তদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। অভিযোগ উঠে বৈষম্যের শিকার হয়েছে ‘বার্বি’। অভিনেত্রীদের মনোনয়ন ঘিরেও লিঙ্গ বৈষম্যের অভিযোগ উঠেছিল। ‘বার্বি’র মতো ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমার নির্মাতা নারী। অথচ সেরা পরিচালক বিভাগের মনোনয়নে কোনো নারী পরিচালকের নাম ছিল না। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। অস্কার অনুষ্ঠান শুরুর কয়েকদিন আগে বিজয়ীদের তালিকা ফাঁস হওয়ার গুঞ্জন উঠে। যদিও অস্কার কর্তৃপক্ষ এটি অস্বীকার করে, এই গুঞ্জন অনুষ্ঠানটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

জোলি পিটের লড়াই

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমা করতে গিয়ে কাছাকাছি আসেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। মিডিয়ায় এ জুটি পরিচিতি পেয়েছিল ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে। দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই পাওয়ার কাপল। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের। স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন অ্যাঞ্জেলিনা জোলি। বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এরপর ছয় সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির মালিকানা, মানহানির অভিযোগ নিয়ে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট গত কয়েক বছর ধরে সংবাদের শিরোনাম হয়েছে। এটি চলমান ছিল চলতি বছরেও। তবে এর সমাপ্তিও হয়েছে এই বছরে। অ্যাঞ্জেলিনা জোলি গত ২৫ সেপ্টেম্বর আদালতে এফবিআইর বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার জন্য আবেদন করেন। পিটকেও আহ্বান করেন সব মামলা শেষ করতে।

বিচ্ছেদের বিষাদ

চলতি বছরে বেশ কিছু বিচ্ছেদ আলোচনার জন্ম দিয়েছে। তার মধ্যে অন্যতম জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্কের ভাঙন মন খারাপ করেছে দুই তারকার ভক্তদের। দুই বছরের বিবাহিত জীবন শেষে চলতি বছরের আগস্টে এসে বিচ্ছেদের আবেদন করেন হলিউডের জনপ্রিয় এ জুটি। ২০০৪ সালে প্রথম বিচ্ছেদের পর ২০২১ সালে তারা পুনর্মিলিত হন এবং ২০২২ সালে বিয়ে করেন। তবে তাদের এ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালের নভেম্বরে হলিউড অভিনেত্রী মেগান ফক্স এবং অভিনেতা মেশিন গান কেলি তাদের সম্পর্কের ইতি টানেন। দুই বছরের এই অন-অফ সম্পর্কের মাঝে মেগান তার গর্ভাবস্থার খবরও জানান। এক বছরের ঝড়ো সম্পর্কের পরে সাব্রিনা কার্পেন্টার এবং ব্যারি কিওগান এ বছরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ব্যারির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার গুজব তাদের বিচ্ছেদের মূল কারণ হিসাবে উঠে আসে। এছাড়াও চলতি বছরে দাম্পত্য জীবনের ইতি টানেন কার্ডি বি এবং অফসেট। কার্ডি বি দুই সন্তানের প্রাথমিক হেফাজতের আবেদন জানিয়েছেন। চলতি বছরের অক্টোবরে দুই বছরের সম্পর্কের সমাপ্তি ঘটে হ্যালি বেইলি এবং ডিডিজি-র। তিন বছরের সম্পর্ক এবং বাগদানের পর চ্যানিং টাটাম এবং জো ক্রাভিটজ তাদের বিচ্ছেদ ঘটান। ২০২১ সালে জো-এর পরিচালনায় কাজ করার সময় তাদের প্রথম সাক্ষাৎ হয় এবং সম্পর্ক শুরু হয়।

মিলনের আনন্দ ছড়ালেন সেলেনা গোমেজ

অনেক বিচ্ছেদের ভিড়ে বছর শেষে মিলনের আনন্দ ছড়ালেন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন গায়িকা। এরপর কেটে যায় কয়েকটি বছর। ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন তারা। বেনির সঙ্গে ৫ বছরের সম্পর্ক বাগদান দিয়ে পূর্ণতা আনলেন সেলেনা। গেল ১১ ডিসেম্বর ইনস্টাগ্রাম পোস্টে বাগদানের খবর দেন এই তারকা।

টেলর সুইফটের প্রেম ও ট্যুর ছিল আলোচনার শীর্ষে

টেলর সুইফটের দ্য এরাস ট্যুর বেশ সফল ও আলোচিত হয়। আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসের সাথে তার প্রেমও চলতি বছরের আগস্টে প্রকাশ্যে আসে। এই দুই ঘটনায় বছরজুড়েই টেলর ছিলেন আলোচনার শীর্ষে।

মা হচ্ছেন এম্বার হার্ড

৭ বছর আগে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এরপর আর কোনো সম্পর্কে জড়ানোর ঘোষণা দেননি হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এর মধ্যেই চলতি ডিসেম্বরেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে বেশ চমকে দিলেন অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় না জানিয়েই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অ্যাম্বার হার্ড। তার ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দেন অ্যাম্বারের এক মুখপাত্র।

বোমা ফাটালেন ব্লেক লাইভলি

বছরের শেষদিকে হলিউড সরগরম যৌন হেনস্তার অভিযোগের বিতর্কে। পরিচালক ও অভিনেতা জাস্টিন বালডিনোর বিরুদ্ধে অভিনেত্রী ব্লেক লাইভলির আনা যৌন হেনস্তার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নিয়েছেন। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এর জের ধরে বালডোনিকে দেয়া ‘ভয়েস অব সলিডারিটি’ পুরস্কার প্রত্যাহার করা হয়েছে। ব্লেক লাইভলি দাবি করেন, তার খ্যাতি ধ্বংস করার জন্য একটি ক্যাম্পেইন চালাচ্ছেন বালডোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি লাইভলির ইমেজ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি আরও দাবি করেছেন, বালডোনি তাকে নানা শর্তে বাধ্য করার জন্য ভয় দেখিয়েছিলেন।

ট্রাম্পেয় জয় এবং তারকাদের সমর্থনের বিপর্যয়

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হলিউডের অধিকাংশ তারকারা কমলা হ্যারিসের পক্ষে সমর্থন দিয়ে আলোচনায় আসেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জয় সেই আলোচনা ও উত্তেজনায় জল ঢেলে দেয়। ট্রাম্পের জয়কে অনেকে হলিউডের জন্য মিশ্র প্রভাবের ঘটনা হিসেবে দেখছেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।