আবার ফিরছে বার্বি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

‘বার্বি’ সিনেমাটি বিশ্বব্যাপী ১.৪ বিলিয়ন ডলার আয় করে বিশাল সাফল্য অর্জন করেছে। এরপর থেকেই প্রশ্ন উঠেছে সিনেমাটির সিক্যুয়েল কি আসবে? হলিউড রিপোর্টারের রিপোর্ট অনুযায়ী, পরিচালক গ্রীটা গারউইগ এবং সহ-লেখক নোয়া বামব্যাচ বর্তমানে ‘বার্বি ২’ নিয়ে পরিকল্পনা করছেন।

ইতোমধ্যেই তারা গল্প তৈরি করছেন। একটি আইডিয়াও তারা প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের কাছে জমা দিয়েছেন।

এখনও প্রাথমিক পর্যায়ে থাকা এই পরিকল্পনা নিয়ে সূত্রগুলো জানিয়েছে, তারা নিশ্চিতভাবেই সিক্যুয়েল বানাতে চান। তবে সঠিক গল্প খুঁজে পেলে তবেই তারা কাজটি শুরু করবেন।

গারউইগ এই বিষয়টি নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেছেন। তিনি বলেন, শুধু তখনই সিক্যুয়েল তৈরি করবেন যখন এমন একটি গল্প খুঁজে পাবেন যা তাকে আপ্লুত করবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গারউইগ বলেছেন, ‘আমার মূল উদ্দেশ্য আমি গভীরভাবে যা ভালোবাসি তা দেখাতে পারছি কি না। সেখানে গল্পটাই মূল ব্যাপার।’

যদিও সিক্যুয়েলের কাহিনী সম্পর্কে এখনও কিছু নিশ্চিতভাবে জানা যায়নি তবে প্রাথমিকভাবে বাছাই হওয়া গল্পটি অভিনেত্রী এবং প্রযোজক মার্গোট রবির পছন্দ হয়েছে। তিনি ব্যাপারটি গারউইগের উপর ছেড়ে দিয়েছেন। পরিচালক যা বাছাই করবেন তা নিয়ে মাঠে নামতে প্রস্তুত মার্গট।

‘বার্বি’ ছবিটি মুক্তির পর বাণিজ্যিক সাফল্যে অনেক রেকর্ড গড়েছে। পাশাপাশি একাধিক বিভাগে অস্কারও জিতেছে। সিক্যুয়েলের প্রতি গারউইগের যত্নশীল মনোভাব আভাস দিচ্ছে ‘বার্বি ২’ সিনেমাটিও প্রথম পর্বের সাফল্য বজায় রাখবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।