গৃহহীন হয়ে করুণ পরিস্থিতিতে হলিউড অভিনেতা, চাইলেন সাহায্য

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:০০ এএম, ০৫ ডিসেম্বর ২০২৪

মার্ভেলের ‌‘লোকি’ সিরিজের অভিনেতা জ্যাক ভিল। তিনি লোকির কিশোর বয়সের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই অভিনেতার করুণ পরিস্থিতির কথা। যা নিয়ে চলছে আলোচনা।

এই ১৭ বছর বয়সী অভিনেতা জানিয়েছেন, তিনি এখন গৃহহীন। এক আবেগময় পোস্টে তিনি আরও জানান, তার যাওয়ার আর কোনো জায়গা নেই। তিনি জনসাধারণের কাছ থেকে সাহায্য চাইছেন।

ভিল জানিয়েছেন, তিনি বর্তমানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। থার কোনো স্থায়ী বাড়ি নেই। ‘দ্য পেরিফেরাল’, ‘টিন স্টার’, ‘কাম অ্যাওয়ে’, ‘দ্য করাপটেড’, ‘কল দ্য মিডওয়াইফ’ এবং ‘মাই নেম ইজ লেনি’ সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া ভিল সম্প্রতি এক ভিডিওতে ব্যাখ্যা করেছেন, তিনি তার দাদার বাড়িতে থাকতে পারছেন না। কারণ তার দাদা ‘অত্যন্ত বিকৃত’ মানুষ।

অভিনেতা ভিল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে বলেন, ‘হ্যালো, আমি একজন বিখ্যাত অভিনেতা। আমি ১৭ বছর বয়সী এবং গৃহহীন। আপনি হয়তো আমাকে লোকি অথবা অন্যান্য সিনেমা দেখে চেনেন। সেগুলোতে আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আমি আমার জীবনের অনেক কিছুই আগে কখনো প্রকাশ করিনি। কিন্তু মনে হয় এখন সত্যটি প্রকাশ করার সময় এসেছে। বিস্তারিত না গিয়ে বলতে চাই, আমি বাড়িতে নির্যাতিত হয়েছিলাম। এটা ছিল শারীরিক নির্যাতন, মানসিক অত্যাচার এবং আরও অনেক কিছু।’

‘আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার সাহায্য দরকার’- পোস্টে তা উল্লেখ করে এই কঠিন সময়ে সহানুভূতি প্রদর্শন করতে সবাইকে অনুরোধ করেছেন ভিল।

তার পোস্টটি ভাইরাল হওয়ার পর অনেক ভক্ত এবং সহকর্মী অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকে সহানুভূতির বার্তা এবং সাহায্যের প্রস্তাব পেয়েছেন ভিল। অভিনেতার ভক্তরা তার প্রতি দুঃখপ্রকাশ এবং সহানুভূতি জানিয়েছেন। বেশ অনেক অনুরাগী তাকে উৎসাহ দিয়ে বার্তা পাঠিয়েছেন।

প্রথম ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভিল আরও কয়েকটি ফলো-আপ ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি অনেক মানুষের কাছ থেকে যে সমর্থন পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বশেষ মঙ্গলবার তিনি নতুন ভিডিওতে জানান, একটি সামাজিক সেবা সংস্থা তার সাথে যোগাযোগ করেছে এবং তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তাব দিয়েছে। তারা অভিনেতার থাকার ব্যবস্থা করতে চেষ্টা করবে বলে জানিয়েছে। প্রয়োজনে তাকে ফস্টার কেয়ারে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে।

ভিলের এই পরিস্থিতি ইউরোপ-আমেরিকার বড় একটি সমস্যার দিকে নজর দিয়েছে। তা হলো যুবকদের মধ্যে গৃহহীন হয়ে পড়ার হতাশা। বিশেষ করে বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত তরুণরা অনেকেই ভিলের মতো ঠিকানাহীন। তার সাহায্য চাওয়ার এই আবেদন হলিউডের তরুণদের যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হয় এবং তাদের সহায়তা করার প্রয়োজনীয়তার বিষয়টিকে গুরুত্বের সাথে সামনে এনেছে।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।