ভয়ংকর রানী হয়ে হাজির ওয়ান্ডার ওম্যান, রাজকন্যা রেচেল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

হলিউডের সুন্দরী অভিনেত্রী গাল গ্যাদত। বেশ কিছু সিনেমায় তার গ্ল্যামারের সুবাস ছড়িয়েছেন তিনি। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ‌‌‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে। সেই তিনি এবার পর্দায় আসতে যাচ্ছেন ভয়ংকর রানীর চরিত্রে।

ডিজনির ‘স্নো হোয়াইট’ ছবিতে এমন চরিত্রেই দেখা যাবে তাকে। গতকাল ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। সেখানে গাল গ্যাদতের উপস্থিতি চমক দেখিয়েছে। সেইসঙ্গে রাজকন্যা স্নো হোয়াইট চরিত্রে রেচেল জেগলারও মনযোগ কেড়েছেন দর্শকের। তাকে দেখা যাবে বেদখল হওয়া রাজ্য পুনরুদ্ধার করতে ইভিল কুইন চরিত্রের গাল গ্যাদতের বিরুদ্ধে সংগ্রাম করছেন।

‘স্নো হোয়াইট’ খুবই জনপ্রিয় একটি চরিত্র। তার দুঃখ ও সুখের গল্প সবার জানা। একজন ইভিল কুইন নামের যে নিজেকে সবসময় তরুণী আর সবার থেকে সুন্দরী হিসেবে দেখতে চায়। সেজন্য অন্য সুন্দরীদের সে ধ্বংস করে দেয়। আর সেজন্যই ইভিল কুইন সুন্দরী স্নো হোয়াইটকে শেষ করতে তার বাবার রাজ্যে হাজির হয়ে সব তার দখলে নিয়ে নেয়। যার ফলে স্নো হোয়াইটকে ভোগ করতে করুণ পরিণতি। এই গল্প নিয়ে এর আগেও চলচ্চিত্র তৈরি হয়েছে। ডিজনি এবার নতুন আঙ্গিকে গল্পটি নিয়ে আসছে ‘স্নো হোয়াইট’ নামের ছবিতে।

হলিউডের সুন্দরী অভিনেত্রী গাল গ্যাদত। বেশ কিছু সিনেমায় তার গ্ল্যামারের সুবাস ছড়িয়েছেন তিনি। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ‌‌‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে

এর ট্রেলারে দেখা যায়, স্নো হোয়াইট তার সৎমার নির্মম শাসন থেকে পালিয়ে বনভূমিতে চলে যান। সেখানে তিনি বিখ্যাত সেভেন ডোয়ার্ফদের- বাঁশফুল, ডাক, ডোপি, গ্রাম্পি, হ্যাপি, স্লিপি এবং স্নিজির সাথে সাক্ষাৎ করেন। তারা তাকে আশ্রয় দেয়। স্নো হোয়াইট তাদের সাহায্য চান রাজ্য পুনরুদ্ধার করার জন্য।

‘ইভিল কুইন আমাদের সবার সবকিছু ছিনিয়ে নিয়েছে। সেসব আবার ফিরে পেতে আমি তোমাদের সাহায্য চাই। আমাদের রাজ্য পুনরুদ্ধারের সময় এসেছে’- বন্ধুদের পাশে পেতে স্নো হোয়াইটকে এমন সংলাপ দিতে দেখা যায়।

মার্ক ওয়েব পরিচালিত এবং উইকেড প্রযোজক মার্ক প্লাট ও জারেড লেবফের প্রযোজনায় স্নো হোয়াইট ডিজনির ১৯৩৭ সালের অ্যানিমেটেড ক্লাসিক স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস এর একটি লাইভ-অ্যাকশন মিউজিক্যাল রিমেক। ছবিটিতে কিছু নতুন গান পাওয়া যাবে। গানগুলো লিখেছেন বেনজ প্যাসেক এবং জাস্টিন পল।

হলিউডের সুন্দরী অভিনেত্রী গাল গ্যাদত। বেশ কিছু সিনেমায় তার গ্ল্যামারের সুবাস ছড়িয়েছেন তিনি। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ‌‌‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে

মূলত ২০২৪ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেগ-এএফটিআরএ ধর্মঘটের কারণে ছবিটি ২০২৫ সালের বসন্তে মুক্তির জন্য পুনরায় নির্ধারিত হয়েছে। আসছে বছরের ২১ মার্চ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

ছবিটিতে গাল গ্যাদত, রেচেল জেগলার ছাড়াও অভিনয় করেছেন হান্টসম্যান চরিত্রে আনসু কাবিয়া এবং গ্রাম্পি চরিত্রে মার্টিন ক্লেববা।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।