সৌদিতে রেড সি চলচ্চিত্র উৎসবের স্পনসর হলো টিকটক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী মাধ্যম টিকটক। প্রতিনিয়ত কোটি কোটি মানুষ এখানে যোগাযোগ সম্পন্ন করছেন মুহূর্তেই। মাধ্যমটি এবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‌‘আরএসআইএফএফ’-এর স্পনসর হিসেবে যুক্ত হয়েছে।

উৎসবটি আগামী ৫-১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জানা গেছে, টিকটক নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার স্পনসর হিসেবে থাকবে। এর মাধ্যমে বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের সৃজনশীল ধারণাগুলো আগ্রহী দর্শকের সঙ্গে শেয়ার করার সুযোগ পাওয়া যাবে। অংশগ্রহণকারীরা তাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো জমা দিতে পারবেন। তার জন্য #RedSeaIFF24 এবং #TheNewHomeOfFilm হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

প্রতিযোগিতা থেকে তিনজনকে ফাইনালের জন্য নির্বাচন করা হবে। সেখান থেকে ১০ ডিসেম্বর রেড সি সুক অ্যাওয়ার্ডসে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

টিকটক উৎসবের সময় আরও কিছু কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে উৎসবের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানগুলোর লাইভ স্ট্রিমিং, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যুক্ত থাকবে টিকটক।

রেড সি চলচ্চিত্র ফাউন্ডেশনের বিপণন পরিচালক সামাহের মৌস্লি বলেন, ‘টিকটক আমাদের পারফেক্ট পার্টনার। প্রতিষ্ঠানটি আরব, আফ্রিকা এবং এশিয়া অঞ্চলের চলচ্চিত্রগুলো বিশ্বের দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে বলে প্রত্যাশা করছি আমরা।’

টিকটকের আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক কিন্দা ইব্রাহিম বলেছেন, ‘চলচ্চিত্র নির্মাতাদের এবং কনটেন্ট নির্মাতাদের তাদের গল্প বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করবে টিকটক।’

বিশ্বব্যাপী টিকটকের এক বিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে। এই প্ল্যাটফর্মটি সম্প্রতি টিকটক স্পটলাইট চালু করেছে, যা চলচ্চিত্রের স্টুডিও এবং বিনোদন শিল্পের জন্য একটি বিপণন সরঞ্জাম হিসেবে কাজ করে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।