মারা গেছেন হলিউড অভিনেতা ওয়েন নর্থরপ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

ওয়েন নর্থরপ খুবই জনপ্রিয় ছিলেন ‌‘ডেজ অফ আওয়ার লাইভস’ এবং ‘ডাইনাস্টি’ সিরিজের জন্য। ৭৭ বছর বয়সে তিনি মারা গেছেন। গেল ২৯ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন উডল্যান্ড হিলস হোমে মারা যান তিনি।

তার স্ত্রী অভিনেত্রী লিন হেরিং নর্থরপ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অভিনেতা ছয় বছর আগে এক ধরনের বার্ধক্যজনিত ও সুস্পষ্ট কারণবিহীন স্নায়বিক অবক্ষয়মূলক রোগ আলঝেইমারে আক্রান্ত হন।

নর্থরপ ‘ডেজ অফ আওয়ার লাইভস’ সিরিজে ১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত এবং আবার ১৯৯১ থেকে ১৯৯৪ পর্যন্ত রোমান ব্র্যাডি চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন। তিনি ১ হাজারেরও বেশি পর্বে এই চরিত্রে অভিনয় করেন। অভিনেত্রী ডেইড্র হলের সঙ্গে তার রোমান্স ছিল দর্শকদের প্রিয়।

এছাড়া নর্থরপ ‘ডাইনাস্টি’ সিরিজে মাইকেল কুলহেন এবং ‘পোর্ট চার্লস’ সিরিজে রেক্স স্ট্যানটন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। তিনি ‘এল.এ. ল’, ‘হোটেল’ এবং ‘কোল্ড কেস’ সিরিজেও একাধিক একক পর্বে অভিনয় করেছেন।

ওয়েন নর্থরপ ১৯৪৭ সালের ১২ এপ্রিল ওয়াশিংটনের সুমনারে জন্মগ্রহণ করেন। তিনি অভিনয়ে আগ্রহী হয়ে হলিউডে আসেন এবং ১৯৭৫ সালে লস অ্যাঞ্জেলেস অ্যাক্টরস থিয়েটারে যোগ দেন। তারপরে তিনি টেলিভিশনে প্রথম অভিনয়ের সুযোগ পান পুলিশ স্টোরি সিরিজের একটি পর্বে।

অভিনয়ের পাশাপাশি নর্থরপ এবং তার স্ত্রী ৩৫ বছর ধরে ক্যালিফোর্নিয়ার রেমন্ডে একটি গবাদি পশুর খামার চালাচ্ছিলেন। সেখানে তারা ১৮৮৬ সালে তৈরি একটি পুরোনো বাড়িকে একটি মিউজিয়ামে পরিণত করেন। তিনি হ্যাঙ্ক এবং গ্র্যাডি নামের দুই সন্তানের পিতা ছিলেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।