কেন সুপারহিট স্টার ওয়ার্স ছবিতে অভিনয় করেননি আল পাচিনো

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ এএম, ০২ ডিসেম্বর ২০২৪

হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো। স্কারফেস, গডফাদার ছবিগুলো তাকে অমর করে রাখবে। এছাড়াও অনকে সিনেমায় তিনি অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন। বর্তমানে অভিনয়ের বাইরে সময় কাটে ৮৪ বছরের অভিনেতার।

তিনি তার ক্যারিয়াজুড়ে সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছেন। জনপ্রিয়তার স্রোতে না ভেসে আল পাচিনো বেছে নিয়েছেন গল্প ও চরিত্রের গুরুত্ব আছে এমন কাজগুলো। সে কারণে অনেক জনপ্রিয় কাজ হাতছাড়া করেছেন তিনি।

যার একটি ‌‘স্টার ওয়ার্স’ ছবির হান সলো চরিত্র। যারা সাইফাই ছবি পছন্দ করেন তাদের প্রিয় তালিকার শীর্ষে থাকে ‘স্টার ওয়ার্স’ সিরিজ। আর এই সিরিজের হান সলো চরিত্রের জনপ্রিয়তাও নতুন করে বলার কিছু নেই। এই চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন হ্যারিসন ফোর্ড। তার ক্যারিয়ারের জন্য একটি আইকনিক চরিত্রও বলা হয়ে এটিকে। অথচ এমন একটি চরিত্রে কাজের সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন আল পাচিনো। কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন অভিনেতা। তিনি জানান, হান সলো চরিত্রে ফোর্ড প্রথম পছন্দ ছিলেন না। পরিচালক জর্জ লুকাস অন্য অভিনেতাদের চিন্তা করেছিলেন। বিশেষ করে তিনি আল পাচিনোকে চেয়েছিলেন। কিন্তু ছবির গল্প ও সংলাপে গভীরতা না পেয়ে কাজটি করতে রাজি হননি পাচিনো।

‘দ্য গডফাদার’ ছবির সফলতার পর পাচিনো এই চরিত্রের প্রস্তাব পান। কিন্তু তিনি গল্পের সাথে সংযুক্ত হতে পারেননি। স্ক্রিপ্টটি তিনি তার অভিনয় শিক্ষক চার্লি লটনকে দিয়েছিলেন। তার পরামর্শ মেনেই চরিত্রটি থেকে সরে দাঁড়ান আল পাচিনো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন তথ্যই দিয়েছেন অভিনেতা। তার ভাষ্য, ‘অনেক চিন্তার পর আমি ছবিটি করিনি।’

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।