স্টার ওয়ার্সের নতুন সিনেমা বানাবেন ‘এক্স-ম্যান’ পরিচালক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১০ নভেম্বর ২০২৪

কল্পনাশক্তি ও মহাকাব্যিক গল্পের জন্য পৃথিবীজুড়ে লক্ষ লক্ষ ভক্ত তৈরি করেছে ‘স্টার ওয়ার্স’ সিরিজের চলচ্চিত্রগুলো। বিশ্বজুড়ে চলচ্চিত্র শিল্পের অন্যতম শ্রেষ্ঠ সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে এটি। ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির মোট চলচ্চিত্রগুলো তিনটি প্রধান ট্রিলজি, দুটি স্পিন-অফ, এবং কিছু বিশেষ সিনেমার মধ্যে বিভক্ত।

এই সিরিজের ভক্তদের জন্য সুখবর, স্টার ওয়ার্সের মহাবিশ্বে একটি সম্পূর্ণ নতুন ট্রিলজি তৈরি করতে যাচ্ছেন ‘এক্স-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির পরিচালক ও প্রযোজক সাইমন কিনবার্গ। ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, কিনবার্গ এই ট্রিলজি পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখবেন এবং প্রযোজনা করবেন।

স্টার ওয়ার্স ইউনিভার্সের বিস্তৃত জগতের গল্প উঠে আসবে এতে। লুকাসফিল্মের প্রধান ক্যাথলিন কেনেডি এই ট্রিলজির প্রযোজনায় যুক্ত আছেন।

তবে এখনো পর্যন্ত লুকাসফিল্ম এবং ডিজনি এই প্রকল্প সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদন অনুযায়ী, এই ট্রিলজি স্টার ওয়ার্স সিনেম্যাটিক ইউনিভার্সের একটি নতুন যুগের সূচনা করবে। এ ছবিটি নির্মাণের পেছনে কাজ করছেন টাইকো ওয়াইটিটি, শরমিন ওবাইদ-চিনয়, ডেভ ফিলোনি এবং জেমস মাঙ্গোল্ডের মতো পরিচালকেরাও।

এছাড়াও জন ফ্যাভরো ডিজনি+ স্ট্রিমিং শো দ্য ম্যান্ডালোরিয়ান এবং গ্রোগু নিয়ে একটি স্পিন-অফ সিরিজ নিয়ে কাজ করছেন। সেটিতে পেড্রো প্যাস্কাল এবং সিগর্নি উইভারকে অভিনয় করতে দেখা যাবে।

শরমিন ওবাইদ-চিনয়ের প্রকল্পটি হবে এপিসোড ৭-৯ এর রে চরিত্র নিয়ে একটি একক অ্যাডভেঞ্চার। রিডলি সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, রে-এর সিনেমাটি স্টার ওয়ার্স থেকে তার প্রত্যাশার চেয়েও বেশি আকর্ষণীয় হবে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।