আশির দশকের গল্পের সিনেমায় টম হল্যান্ড ও অস্টিন বাটলার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৪ নভেম্বর ২০২৪

স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড এবং অস্টিন বাটলার একটি সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। রেসিং গল্পে তৈরি হবে সিনেমাটি। এতে তারা দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন।

ভ্যারাইটি অনুযায়ী, এই জুটি আমেরিকান স্পিড ছবিতে অভিনয় করবেন। যা হুইটিংটন ব্রাদার্সের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটি ১৯৮০-এর দশকের IMSA স্ক্যান্ডালকে তুলে ধরবে, যেখানে বেশ কয়েকজন ড্রাইভারকে বেআইনি কার্যকলাপ থেকে অর্থ নিয়ে তাদের রেসিং ক্যাম্পেইনগুলোতে অর্থায়নের জন্য অভিযুক্ত করা হয়েছিল।

হল্যান্ড এবং বাটলার এই প্রকল্পের জন্য একমাত্র নিশ্চিত অভিনয়শিল্পী। চার্লস রোভেন প্রযোজক হিসেবে কাজ করবেন। ড্যান উইডেনহাউপ্ট এরইমধ্যে স্ক্রিপ্ট লিখতে স্বাক্ষর করেছেন।

হল্যান্ড মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। সম্প্রতি ক্রিস্টোফার নোলানের অত্যন্ত প্রত্যাশিত নতুন ছবিতে তাকে দেখা যাবে। তিনি ‘স্পিড’ ছবি নিয়ে বলেন, ‘এটি আমাকে ১০ বছর আগে স্পাইডার-ম্যান সম্পর্কে ফোন কল পাওয়ার কথা মনে করিয়ে দেয়। এটি আমার জন্য একটি অসাধারণ বিষয়। আমি অত্যন্ত গর্বিত এবং সত্যি সম্মানিত। ছবিটিতে কাজ শুরুর অপেক্ষা করছি।’

তিনি সম্প্রতি স্পাইডার-ম্যানের চতুর্থ কিস্তি নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন, তিনি নতুন গল্পের স্ক্রিপ্ট পড়ে আনন্দিত। জমজমাট একটা পর্ব আসবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।