‘ডেডপুল অ্যান্ড উলভারিন’র প্রভাব বলিউডের ‘ব্যাড নিউজ’ সিনেমায়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৯ জুলাই ২০২৪

হলিউডের আলোচিত সিনেমা ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মুক্তির পরপরই বেশ সাড়া ফেলেছে। এখন পর্যন্ত যারা সিনেমাটি দেখেছেন সবাই এর প্রশংসা করেছেন। এটি ২৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।

ভারতের দর্শকরা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’সিনেমটি যেন লুফে নিয়েছে। এটি ভারতে এরই মধ্যে ৬৬.১৫ কোটি রুপি আয় করেছে। ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। সূত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমটি মুক্তির কারণে বলিউড সিনেমা ‘ব্যাড নিউজ’র ওপর প্রভাব পড়েছে। এটি দেখতে প্রেক্ষাগৃহে আশানুরূপ দর্শক প্রেক্ষাগৃহে আসছে না।

গত ১৯ জুলাই মুক্তি পায় ‘ব্যাড নিউজ’ সিনেমাটি। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অ্যামি ভির্ক, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি। এটির প্রযোজনায় রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’র প্রভাব বলিউডের ‘ব্যাড নিউজ’ সিনেমায়

এদিকে সিসিএন সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ১০৩.৩ মিলিয়ন ডলার। চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন দিন যত বাড়বে, এর আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে।

২ ঘণ্টা ৭ মিনিট সময়সীমার ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’সিনেমাটি। মুক্তির পরদিন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে চলে এসেছে। এতে রায়ান রেনল্ড ও হিউ জ্যাকম্যানের অভিনয় দর্শকরা পছন্দ করেছেন।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।