এখন পর্যন্ত কত আয় করেছে ‘বার্বি’ সিনেমা?
চলতি বছরের ২১ জুলাই গ্রেটা গারউইগ নির্মিতি ‘বার্বি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। আর একই দিনে মুক্তি পেয়েছে হলিউডের জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’।
আরও পড়ুন: নতুন প্রেমের উন্মাদনা উপভোগ করছেন শাকিরা
এ দুই সিনেমা মুক্তির পর নেটিজেনদের ধারণা ছিল যে নোলানের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে না গ্রেটা। কিন্তু পরে যা ঘটছে তা দেখে সবাই রীতিমতো অবাক।
মূলত নোলানের নাম শোনেননি, বা তার কাজ সম্পর্কে জানেন না এমন সিনেমাপ্রেমীর সংখ্যা একেবারেই নগন্য। তার সিনেমা আত্মীকৃত হোক বা না হোক, হুজুগে গা ভাসাতেও শামিল হন দর্শক।
অন্যদিকে সিনেমার জগতে আদ্যোপান্ত নারীবাদী হিসেবে পরিচিত গ্রেটা গারউইগ। ‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’-এরপর গ্রেটার তৃতীয় সিনেমা ‘বার্বি’। ‘বার্বি’ সিনেমাতেও পর্দায় ফুটে উঠেছে গ্রেটার নারীবাদী মননের ছাপ। সিনেমার মাধ্যমে পিতৃতন্ত্রের বিরুদ্ধে নারীবাদের পাঠ পড়িয়েছেন গ্রেটা।
আরও পড়ুন: হলিউডে দীর্ঘ ৬৩ বছর পর যৌথ ধর্মঘটে নেমেছে শিল্পী-কলাকুশলীরা
এসব কারণেই তার সিনেমা নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা ছিল নেটিজেনদের। তবে নেটিজেনদের সব জল্পনা-কল্পনাকে মিথ্যা প্রমাণ করে শীর্ষে উঠে এসেছে গ্রেটার ‘বার্বি’ সিনেমাটি।
মুক্তির পর বক্স অফিসে ‘ওপেনহাইমার’কে হার মানিয়ে দিয়ে ‘বার্বি’, মাত্র ১৬ দিনের মধ্যে বিশ্বে ১০০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করে ফেলেছে গ্রেটার সিনেমা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার কোটি টাকা।
‘বার্বি’ সিনেমার প্রধান চরিত্রে রূপদান করেছেন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মার্গো রবি ও অভিনেতা রায়ান গজলিং। এছাড়াও এ সিনেমায় বিভিন্ন চরিত্রে দেখা গেছে হলিউডের জনপ্রিয় কিছু তারকাকে।
‘বার্বি’সিনেমাই প্রথম নারী পরিচালিত চলচ্চিত্র, যা বক্স অফিসে দারুণ এ সাফল্য পেয়েছে। ‘বার্বি’-র সাফল্যের নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এর বিপণন কৌশল ও সিনেমার গল্প। নিজের সিনেমার প্রচারের জন্য বুদ্ধিদীপ্ত সব বিপণন কৌশল বেছে নিয়েছিলেন গ্রেটা।
আরও পড়ুন: টাইটানিক থেকে লিওনার্দোকে বাদ দিতে চেয়েছিলেন নির্মাতা
পোশাকের ব্র্যান্ড থেকে বড় বড় ফাস্ট ফুড সংস্থার সঙ্গে জোট বেঁধে সিনেমা প্রচার করেছেন এ গুণী নির্মাতা। এমনকি সিনেমার প্রচারের জন্য ‘গুগল’-এর সঙ্গে জুটি বেঁধেছিল বার্বির টিম।
মুক্তির কয়েকদিন আগে ‘গুগল’-এ ‘বার্বি’ লিখে সার্চ করলেই গোলাপি রঙে ভরে উঠছিল কম্পিউটার, মোবাইল ও ট্যাবলেটের পর্দা। একই সঙ্গে ‘বার্বি’সিনেমার মাধ্যমে সব বয়সী নারীদের সঙ্গে এক মেলবন্ধন স্থাপন করতে পেরেছেন নির্মাতা। স্বাভাবিকভাবেই সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন দর্শক।
এমএমএফ/এএসএম