কানে বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন মাইকেল ডগলাস

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৮ মে ২০২৩

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের আসরে বিশেষ সম্মাননা পাম ডি’অর দেওয়া হবে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাসকে।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ৭৮ বছর বয়সী মাইকেল ডগলাসের ক্যারিয়ারে আছে ‘দ্য চায়না সিনড্রোম’, ‘বেসিক ইন্সটিক্ট’, ‘ফলিং ডাউন’ এবং ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র মতো সাড়া জাগানো সব সিনেমা, যা ব্যাপক আলোচিত ছিল।

মাইকেল ডগলাসের এ চারটি সিনেমায় কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। এছাড়াও ডগলাসের জনপ্রিয় আরও দুটি সিনেমা হলো ‘ওয়াল স্ট্রিট’ ও ‘ফ্যাটাল অ্যাট্রাকশন।’

আরও পড়ুন: কান উৎসবে থাকছেন আনুশকা শর্মা

মাইকেল ডগলাস দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তার ‘অসাধারণ ক্যারিয়ার ও সিনেমায় অবদান’ বিবেচনা করে তাকে পাম ডি’অর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ডগলাস বলেন, ‘কানে আসা মানেই নিজেকে সতেজভাবে ফিরে পাওয়া। আমার ক্যারিয়ারের শুরু থেকেই কানের সঙ্গে ছিলাম এখনো আছি এবং বেঁচে থাকলে ভবিষ্যতেও থাকবো’।

উল্লেখ্য, ১৬ মে থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব ২০২৩। এ উৎসবে বিভিন্ন দেশ থেকে হাজির হবেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা।

তথ্য সূত্র: ইউরোনিউজ

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।