মঞ্চে গাইতে উঠে সুখবর দিলেন রিহান্না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

গ্র্যামিজয়ী তারকা রিহান্না মঞ্চে উঠলেই যেন তিনি অন্যরকম হয়ে যান। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মঞ্চে লাল টকটকে পোশাকে তিনি মাতোয়ারা করেছেন ভক্তদের।

রিহান্না সুপার বোল খেলার হাফটাইমে মঞ্চে উঠে চমকে দিয়েছেন অনুরাগীদের। জাদু ভরা কণ্ঠের গায়কীতে তো চমক থাকেই প্রতিনিয়ত। তবে এই দিন অন্য কিছু অপেক্ষা করেছিল। দর্শক অবাক হয়ে দেখলেন গাইতে গাইতে জ্যাকেটের চেইন খুলে দিলেন রিহান্না। মুহূর্তেই দর্শক-শ্রোতারা উল্লাসে ফেটে পড়েন।

রিহানা জ্যাকেটের চেইন খুলে নিজের পেটে হাত বুলাতে বুলাতে পোশাকের আবরণ সরিয়ে যা দেখালেন। তাতে আসন ছেড়ে লাফিয়ে উঠলেন লাখ লাখ দর্শক-শ্রোতা।

পোশাক সরাতেই বোঝা গেল রিহানা আসলে অন্তঃসত্ত্বা। এই প্রথম গর্ভে সন্তান নিয়ে কেউ পারফর্ম করতে উঠলেন হাফ টাইমে। সে দিক থেকে দৃষ্টান্ত তো গড়লেনই রিহানা, সেই সঙ্গে ১২ ফ্রেব্রুয়ারি রাতে তার ঘরে নতুন অতিথি আসার খবর দিলেন তিনি।

২০২২ সালের মে মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন গায়িকা। বছর ঘুরতে না ঘুরতেই ৩৪ বছর বয়সে আবার মা হতে চলেছেন রিহান্না।

মঞ্চ থেকে নেমে রিহান্না গণমাধ্যমকে বলেন, ‘মা হওয়া রোমাঞ্চের অনুভূতি। দ্বিতীয় বার মা হচ্ছি, এর চেয়ে বেশি খুশি আর কিসে হতে পারি!’

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সুপার বোল-এ অনুষ্ঠান করতে উঠেও দর্শকের মন কেড়ে নিলেন তারকা। ‘বেটার হ্যাভ মাই মানি’ থেকে শুরু করে ‘রান দিজ টাউন’ হয়ে ‘আমব্রেলা’ গাইলেন। গানের সুরে ও নৃত্যে তিনি মুগ্ধ করলেন সংগীতপ্রেমীদের।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।